বাকরুদ্ধ বর্ধমান! ৪০ জনকে নিয়ে হাইওয়ে থেকে জমিতে পড়ল বাস
Bus Accident: বাস দুর্ঘটনা নিয়ে বার বার প্রশ্নের মুখে রাজ্য। যান্ত্রিক ত্রুটির জন্যই বাসটি বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে পড়ে যায় বাস।
অরূপ লাহা: বাস দুর্ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য। সকালে যাত্রী বোঝাই বেসরকারি একটি বাস দুর্ঘটনা ঘটে। বাসটি বাঁকে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জমিতে পড়ে যায়। মঙ্গলবার সকালে এমনই দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানে। আহত হয় বহু মানুষ।
জানা যায় বর্ধমান থেকে মন্তেস্বর যাবার পথে ছোটবেলুন গ্রামের কাছে বাঁকে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জমিতে পড়ে যায়। ৪০ জন যাত্রী জখম হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দেওয়ান দীঘি থানার পুলিস প্রশাসন ও অঞ্চলের সভাপতি। পুলিস ও স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে প্রথমে কুড়মুন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় ১৫ জন যাত্রীকে কুড়মুন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: খাস কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনা! মেয়েকে স্কুলে ছাড়তে গিয়ে বিপত্তি, মৃত মা...
স্থানীয় বাসিন্দারা জানান, যান্ত্রিক ত্রুটির জন্যই বাসটি বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ফাঁকা জমিতে নেমে পড়ে। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারের কাজে হাত লাগায়। পরে খবর পেয়ে দেওয়ান দীঘি থানার পুলিস দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিস ও গ্রামবাসীরা জখম যাত্রীদের হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা! বাইক থেকে ছিটকে পরে বাঁচল ৪ বছরের শিশু, যদিও মৃত মা আহত বাবা...
এর আগেও যাত্রী বোঝাই বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাল পার করে গিয়ে পড়েছিল ওপারে। এমনই রাতে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছিল পূর্ব বর্ধমানের ভাতারের নতুনগ্রাম। বাসের গতি এতটাই বেশী ছিল যে, ডিভিসির একটি ২০ ফুটের সেচখাল টপকে গিয়ে বাসটি পাল্টি খেয়ে যায়। দুর্ঘটনায় কমবেশি ৪৫ জন জখম হন। দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিনে মঙ্গলবার সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা যাদবপুরে। পুলিস সূত্রে জানা গিয়েছে, চার বছরের মেয়েকে, বাইকে করে স্কুলে ছাড়তে যাচ্ছিলেন বাবা-মা। সেই সময় ঘটে বিপত্তি। বাইকে ধাক্কা মারে এস ৩১ রুটের বাস। মৃত্যু হয় শিশুর মায়ের, গুরুতর আহত বাবা। সুস্থ চার বছরের মেয়ে। বাস দুর্ঘটনা নিয়ে বার বার প্রশ্নের মুখে রাজ্য।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)