Bangladesh Unrest| Siliguri: চিকিত্সা বন্ধ নয়, তবে ভারতের পতাকাকে প্রণাম করলেই পরিষেবা পাবেন বাংলাদেশি রোগীরা
Bangladesh Unrest| Siliguri: বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে প্রবেশদ্বারে মাটিতে পাতা রয়েছে ভারতের জাতীয় পতাকা ৷ সেই পতাকা পায়ে মাড়িয়েই বিশ্ববিদ্যালয় প্রবেশ করছেন পড়ুয়ারা
নারায়ণ সিংহ রায়: দেশের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে বাংলাদেশে। এই দৃশ্য সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশ-সহ রাজ্য জুড়ে প্রতিবাদ, বিক্ষোভের ঝড় উঠেছে৷ সম্প্রতি এই অবমাননার প্রতিবাদে কলকাতার মানিকতলার এক হাসপাতাল বাংলাদেশ থেকে আগত রোগীর কোন চিকিৎসা নয় বলে ঘোষণা করেছে। এবার সেই পথে হাঁটলেও রোগীকে চিকিৎসা থেকে বঞ্চিত নয়, উল্টে জাতীয় পতাকাকে প্রণাম করে সম্মান জানিয়ে তবেই চেম্বারে প্রবেশ এবং চিকিৎসা পাবেন। এমনই সিদ্ধান্ত নিলেন শিলিগুড়ির ইএনটি বিশেষজ্ঞ এক ডাক্তার।
আরও পড়ুন-মাঝ আকাশে বিমান, ককপিটে মহিলা কেবিনক্রুকে ব্যাকরণ শোখাচ্ছেন পাইলট!
বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে প্রবেশদ্বারে মাটিতে পাতা রয়েছে ভারতের জাতীয় পতাকা ৷ সেই পতাকা পায়ে মাড়িয়েই বিশ্ববিদ্যালয় প্রবেশ করছেন পড়ুয়ারা ৷ ইতিমধ্যে এই ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই বিক্ষোভ থেকে দফায় দফায় প্রতিবাদে সাধারণ মানুষ। বাংলাদেশ থেকে বিশাল সংখ্যায় মানুষ এদেশে তথা এ রাজ্যে আসেন চিকিৎসা করাতে ৷ রাজ্যের বিভিন্ন জায়গায় থেকে তাঁরা সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা করান ৷ প্রতিবেশী দেশে হিন্দুদের উপর অত্যাচারের পাল্টা এবার বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা করবে না বলে সাফ জানিয়ে দিল কলকাতার একটি হাসপাতাল।
এবার শিলিগুড়ির অন্যতম প্রবীন ইএনটি বিশেষজ্ঞ ডাক্তার শেখর বন্দোপাধ্যায় সেই পথই নিলেন। তিনি বলেন, "জাতীয় পতাকার অবমাননা এটা মেনে নেওয়া যায় না। এই দৃশ্য আমাকে রীতিমতো তাড়া করে বেড়াচ্ছে৷ আমি আগে ভারতীয় তারপর ডাক্তার। কাজেই আমার চেম্বারের বাইরে নির্দেশিকায় আমি সাফ জানিয়ে দিয়েছি জাতীয় পতাকাকে আগে প্রণাম করে সম্মান জানান তারপর চিকিৎসা মিলবে। একজন ডাক্তার হিসেবে আমার প্রথম কর্তব্য রোগীর চিকিৎসা করা, সেটা থেকে আমি রোগীদের বঞ্চিত করতে পারি না৷ কিন্তু যে ছবি দেখছি তা দেখে রীতিমতো আমি আতঙ্কিত। যে কোন দেশের জাতীয় পতাকাকেই সম্মান করা উচিত। এটাই আমাদের শিক্ষা। আমিও যেমন প্রণাম করেই সম্মান জানিয়েই চেম্বারে প্রবেশ করব তেমনি রোগীরাও করবেন। তাহলেই চিকিৎসা মিলবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)