ঝগড়ার ভয়ঙ্কর পরিণতি, বাড়ি ফিরে দুই বোনকে এঅবস্থায় দেখে চমকে উঠল দাদা
দুই বোনের মধ্যে কোনও বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল বলে জানত না বাড়ির লোকও।
![ঝগড়ার ভয়ঙ্কর পরিণতি, বাড়ি ফিরে দুই বোনকে এঅবস্থায় দেখে চমকে উঠল দাদা ঝগড়ার ভয়ঙ্কর পরিণতি, বাড়ি ফিরে দুই বোনকে এঅবস্থায় দেখে চমকে উঠল দাদা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/06/30/126364-rtherhrhe.jpg)
নিজস্ব প্রতিবেদন : দুই বোনের মধ্যে ঝগড়া বেঁধেছিল। তার পরিণতি হল মর্মান্তিক। বিষ খেয়ে আত্মহত্যা করল বোন। দিদি প্রাণে বেঁচে গেলেও, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন। অত্যন্ত বেদনাদায়ক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার জলপাইগুড়ির ধূপগুড়িতে।
ধূপগুড়ির মল্লিকপাড়ার বাসিন্দা ছিল ২ বোন। ছোন বোন কবিতা রায়, বয়স ১৭ বছর। দিদি ববিতা রায়, বয়স ২১ বছর। মৃতের দাদা সঞ্জয় রায় জানিয়েছেন, শুক্রবার তাঁরা বাড়িতে কেউ ছিলেন না। বাড়ি ফিরে দেখতে পান, ঘরের মধ্যে পড়ে রয়েছে তাঁর দুই বোন। দুজনেই ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিত্সকরা কবিতাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, দিদি ববিতাকে পাঠিয়ে দেওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দিদি।
আরও পড়ুন, মহিলার নগ্ন শরীর থেকে বেরচ্ছে ধোঁয়া, চুঁচুড়ায় নিত্যযাত্রীদের চোখের সামনে ঘটল ভয়ঙ্কর ঘটনা
ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিস। প্রাথমিকভাবে অনুমান, কোনও বিষয় নিয়ে ঝগড়া বেঁধেছিল ২ বোনের মধ্যে। তবে কী বিষয় নিয়ে ঝগড়া বেঁধেছিল, সে সম্বন্ধে কিছুই জানা যায়নি। এমনকী দুই বোনের মধ্যে কোনও বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল বলে জানত না বাড়ির লোকও।
আরও পড়ুন, টিউশন পড়তে যাওয়ার আধঘণ্টা পরই গৃহশিক্ষিকার ফোন বাবাকে, ছাত্রের 'অস্বাভাবিক' মৃত্যু