Bengal Weather Updates: কখনও ঠাণ্ডা আবার এখন গরম, আবহাওয়ার খামখেয়ালিপনা! ফিরছে কি শীত? বড় আপডেট...
Bengal Weather Updates: কাল থেকে কমবে তাপমাত্রা। কাল শুক্রবার থেকে পরিষ্কার আকাশ। সপ্তাহান্তে নিম্নমুখী পারদ। সকাল ও সন্ধ্যে ফিরবে হালকা শীতের আমেজ। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা ৮ই ফেব্রুয়ারি ঢুকবে। এছাড়াও জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে।
![Bengal Weather Updates: কখনও ঠাণ্ডা আবার এখন গরম, আবহাওয়ার খামখেয়ালিপনা! ফিরছে কি শীত? বড় আপডেট... Bengal Weather Updates: কখনও ঠাণ্ডা আবার এখন গরম, আবহাওয়ার খামখেয়ালিপনা! ফিরছে কি শীত? বড় আপডেট...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/06/519546-weather.png)
অয়ন ঘোষাল: বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সতর্কবার্তা। কুয়াশা বেশি থাকার সম্ভাবনা দক্ষিন বঙ্গের নয় জেলা এবং উত্তরবঙ্গের তিন জেলাতে। দৃশ্যমানতা ২০০ থেকে ৫০ মিটার নেমে আসবে। বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা কুয়াশা। শুক্রবার থেকে পরিষ্কার আকাশ। পারদ হবে নিম্নমুখী। আগামী সপ্তাহে ফের তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। পূর্ব বাংলাদেশ এবং আসামে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত।
আরও পড়ুন: মুষলধারে বৃষ্টি নামখানাতে! ঘন কুয়াশার জেরে ধীর গতিতে চলছে ট্রেন...
আজ ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ল দক্ষিণবঙ্গে। কাল থেকে কমতে পারে তাপমাত্রা। সপ্তাহের শেষে বা উইকন্ডে নিম্নমুখী পারদ। শুক্রবার থেকে রবিবারের মধ্যে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। শীতের আমেজ কিছুটা ফিরবে। তবে শীতের বিদায় পর্ব শুরু আগামী সপ্তাহে। খুব সকালে কুয়াশা। আংশিক মেঘলা আকাশ। বৃহস্পতিবার ঘন কুয়াশার সম্ভাবনা বাড়বে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে কলকাতা হুগলি হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। পশ্চিম বর্ধমান ও নদিয়া তে কখনো কুয়াশা বিক্ষিপ্তভাবে। বাকি জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। কাল পরিষ্কার আকাশ; কুয়াশার সম্ভাবনা ও কমবে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
আজকেও উত্তরবঙ্গের ৩ জেলাতে আজ কুয়াশার দাপট। ঘন কুয়াশা থাকবে জলপাইগুড়ি কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। দৃশ্যমানতা নেমে আসবে ৫০ মিটারে। বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা। বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি পারদ। আগামীকাল থেকে তাপমাত্রা কমবে। দু-তিন দিনের মধ্যেই তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস এর তাপমাত্রা কমতে পারে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।
স্বাভাবিকের ওপরেই রাতের তাপমাত্রা। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। পরে আংশিক মেঘলা আকাশ। আরো বাড়ল তাপমাত্রা। এক রাতে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি। উইকেন্ডে ফের তাপমাত্রা কিছুটা কমবে। কাল থেকে পারদ ফের নিম্নমুখী। সকাল সন্ধ্যা শীতের আমেজ আসতে পারে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সকালে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি কুয়াশা। সকালে কুয়াশার পরিমাণ একটু বেশি। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ; পরে পরিষ্কার আকাশ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬ ডিগ্রী। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯৬ শতাংশ।
আরও পড়ুন: রাজ্য়ে ফের গিয়ান বার আক্রান্তের হদিশ, এবার কোচবিহারে...
অতি ঘন কুয়াশার চাদরের মোড়া থাকবে বাংলা, ওড়িশা, হিমাচল প্রদেশে। শৈত্য প্রবাহের সতর্কবার্তা হিমাচল প্রদেশ ও রাজস্থানে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অরুণাচল প্রদেশ আসাম এবং মেঘালয়ে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)