কলকাতা সহ দক্ষিণবঙ্গে সন্ধের পর বৃষ্টির পূর্বাভাস

আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।

Reported By: শ্রাবন্তী সাহা | Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 2, 2020, 07:39 AM IST
কলকাতা সহ দক্ষিণবঙ্গে সন্ধের পর বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদন: নতুন বছরের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে সন্ধের পর বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার জেরে এমনিতেই পারদ উর্দ্ধমুখী শহরে।   

বছরের শেষে তাপমাত্রা নিচের দিকে থাকলেও নতুন বছরের শুরুতেই বৃষ্টির সঙ্গে বাড়বে তাপমাত্রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে,  সকালে আকাশ পরিস্কার থাকলেও সন্ধ্যার পর নামবে বৃষ্টি। ঘুর্নাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জেরে রাজ্যে আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি হবে।

তবে শীত চলে গেল ভেবে নিরাশ হওয়ার কিছু নেই। বৃষ্টি থামলে পর ফের তাপমাত্রা কমবে। কাল-পরশু সিকিম ও দার্জিলিংয়ে তুষার পাতের পূর্বাভাস হাওয়া অফিসের।  

আরও পড়ুন - সল্টলেকের রাস্তায় গাড়িতে আগুন, প্রাণ বাঁচাতে ঝাপ দম্পতির

.