Covid Vaccine-এর দ্বিতীয় ডোজ নিলেই বকেয়া কর আংশিক মকুব!
অন্যদিকে, পড়ুয়ারা ভ্যাকসিন নিলে মিলবে ক্রীড়া সরঞ্জাম।
নিজস্ব প্রতিবেদন : করোনা টিকার (Covid Vaccine) দ্বিতীয় ডোজ (Second Dose) নিলেই করছাড়! এমনই চমকপ্রদ ঘোষণা করল দক্ষিণ দমদম পুরসভা (South Dumdum Municipality)। করোনা টিকা নেওয়ার বিষয়ে মানুষদের উত্সাহী করে তোলার জন্যই অভিনব উদ্যোগ পুরসভা। টিকা নিলেই একেবারে বকেয়া করে ২৫ শতাংশ ছাড় (Tax Deduction)।
দক্ষিণ দমদম পুরসভার (South Dumdum Municipality) তরফে জানানো হয়েছে, এলাকার বাসিন্দারা করোনা টিকার (Covid Vaccine) দ্বিতীয় ডোজ (Second Dose) নেওয়ার সার্টিফিকেট দেখাতে পারলেই এই করছাড় (Tax Deduction) পাবেন। বকেয়া করের ২৫ শতাংশ মকুব করে দেওয়া হবে। প্রসঙ্গত, অনেকেই আছেন যাঁরা করোনা টিকার প্রথম ডোজ নিলেও, সময় পেরিয়ে যাওয়ার পরেও দ্বিতীয় ডোজ নেননি। অনেক জায়গাতেই করোনা টিকার এরকম উদ্বৃত্ত ডোজ পড়ে রয়েছে।
অন্যদিকে, ১৫-১৮ বছর বয়সীদের ক্ষেত্রেও অনেক অভিভাবক টিকা দেওয়াতে ভয় পাচ্ছে। স্কুল বন্ধ কারণ দেখিয়ে টিকা নিতে আসছে না। তাদেরকেও টিকা নেওয়ার ব্যাপারে আগ্রহী করতে উদ্যোগ নিয়েছে পুরসভা। দক্ষিণ দমদম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের প্রশাসক মন্ডলীর সদস্য দেবাশিষ বন্দোপাধ্যায় জানিয়েছেন পড়ুয়ারা ভ্যাকসিন নিলে মিলবে ক্রীড়া সরঞ্জাম।
বলা ভালো, এই উদ্যোগে সাড়া মিলেছে। অন্যদিন যেখানে মাত্র ৫ থেকে ৬ জন ভ্যাকসিন নিতে আসে, সেখানে এদিন প্রায় ৮০ জনকে টিকা নেওয়ার লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল।
আরও পড়ুন, শুরু হল ৮০ কোটির Kalighat Skywalk তৈরির কাজ, শেষ হবে কবে?
Containment Zones In Kolkata: কলকাতায় কমল কনটেইনমেন্ট জোন, উদ্বেগ বাড়াচ্ছে আবাসনগুলি