২ বিজেপিকর্মীর রহস্যমৃত্যুর জেরে এসপি বদল পুরুলিয়ায়

নতুন পুলিস সুপার হচ্ছেন আকাশ মেঘারিয়া।

Updated By: Jun 2, 2018, 09:01 PM IST
২ বিজেপিকর্মীর রহস্যমৃত্যুর জেরে এসপি বদল পুরুলিয়ায়

নিজস্ব প্রতিবেদন: পুরুলিয়া কাণ্ডের পরই সরিয়ে দেওয়া হল ওই জেলার এসপি জয় বিশ্বাসকে। নতুন পুলিস সুপার হচ্ছেন আকাশ মেঘারিয়া।

৪ দিনের মধ্যে পুরুলিয়ায় দুই যুবকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তাল জাতীয় রাজনীতি। মৃত দুই যুবককে নিজেদের কর্মী বলে দাবি করেছে বিজেপি। শনিবার সকালেই এ বিষয়ে রাজ্য প্রশাসনের প্রতি ক্ষোভ উগরে দিয়ে টুইট করেছেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ। অন্যদিকে, তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন এদিন টুইট করে জানান, ''এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করছি। সবদিক খতিয়ে দেখা উচিত। বর্বরোচিত অপরাধের জন্য শাস্তি পাওয়া উচিত দোষীদের। ঝাড়খণ্ড সীমানার কী ভূমিকা? বজরং দল, মাও বা বিজেপির ভূমিকাও খতিয়ে দেখতে হবে। প্রকৃত তদন্তের পরই সত্য বেরিয়ে আসবে।'' আরও পড়ুন- বলরামপুরে জোড়া রহস্যমৃত্যুতে অমিতের নিশানায় মমতা

উল্লেখ্য, শনিবার সকালে পুরুলিয়ার বলরামপুরের ডাভা গ্রামে উদ্ধার হয় দুলাল কুমারের ঝুলন্ত দেহ। ৩০ মে এই বলরামপুরেরই সুপুডি গ্রামে উদ্ধার হয়েছিল ত্রিলোচন মাহাতর ঝুলন্ত দেহ। বিজেপির দাবি, দুলাল ও ত্রিলোচন তাদেরই কর্মী। শনিবার পুলিস দেহ উদ্ধার করতে গেলে এলাকাবাসীদের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধ বাধে। এরপরই পুরুলিয়ার এসপি বদলের খবরে চূড়ান্ত সিলমোহর দেয় নবান্ন। আরও পড়ুন- ফের বিজেপি কর্মী 'খুনে'র খবরে ফোন করলেন উদ্বিগ্ন অমিত শাহ

.