WB Weather Update: সপ্তাহের মাঝে ভোগাবে বৃষ্টি, তাপমাত্রা নেমে যাবে আরও ৩ ডিগ্রি
WB Weather Update: মাঝারি কুয়াশার সতর্কতা উত্তর ২৪ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে। শনিবার থেকে ধীরে ধীরে কমবে রাতের সর্বনিম্ন তাপমাত্রা
অয়ন ঘোষাল: নামল রাতের পারদ। তবে এখনও তা স্বাভাবিকের ওপরে। শনিবারের পর থেকে আরো কিছুটা পারদ পতন। ১৫ ডিসেম্বর থেকে জাঁকিয়ে শীতের প্রথম স্পেল। কুয়াশার সম্ভাবনা দার্জিলিংয়ের পার্বত্য এলাকা সহ রাজ্যের ৬ জেলায়। উপকূলের কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ। সপ্তাহের মাঝে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এর পার্বত্য এলাকায়।
আরও পড়ুন-জেলের কুঠুরিতেই কেটেছে জীবনের ৩৬ বছর, সুপ্রিম কোর্টের নির্দেশে মুক্তি ১০৪ বছরের বৃদ্ধ রসিকের
সিস্টেম
ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ নিম্নচাপ রূপে কেরালা উপকূল পেরিয়ে কর্নাটক উপকূলের কাছাকাছি আরব সাগরে বিলীন। পূর্ব বাংলাদেশ এবং উত্তর-পূর্ব আসামে জোড়া ঘূর্ণাবর্ত। এছাড়াও উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ড।
দক্ষিণবঙ্গে
কিছুটা নিম্নগামী পারদ। আগামী ৪৮ ঘন্টায় মোটের ওপর এরকমই তাপমাত্রা। শনিবারের পর আরো কিছুটা নামতে পারে তাপমাত্রা। বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী চার-পাঁচ দিনে। মূলত পরিষ্কার আকাশ। উপকূল ও সংলগ্ন কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ। আজ মাঝারি কুয়াশার সতর্কতা উত্তর ২৪ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে। শনিবার থেকে ধীরে ধীরে কমবে রাতের সর্বনিম্ন তাপমাত্রা। এই মুহুর্তের তাপমাত্রা থেকে ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতন হতে পারে কোনো কোনো জেলায়। পশ্চিমের জেলায় রবিবার থেকেই ভালরকম শীতের আমেজ। গাঙ্গেয় জেলায় ১৫ তারিখ থেকে জাঁকিয়ে শীতের স্পেল।
উত্তরবঙ্গ
আগামী পাঁচ দিনে তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা খুব একটা নেই। দু এক ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে নতুন করে তাপমাত্রা নামতে পারে। নতুন করে শীতের স্পেলের ইঙ্গিত আবহাওয়া দপ্তরে। সপ্তাহের মাঝেই বৃষ্টির আশঙ্কা। হালকা বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায়। বৃহস্পতি এবং শুক্রবার এই দুদিন দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের অন্য জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। চলতি সপ্তাহের শেষে ঝকঝকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা বেশি। সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে। তবে বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা।
কলকাতা
পরিষ্কার আকাশ। নামল রাতের পারদ। শনি রবিবার থেকে ধীরে ধীরে আরো কমবে রাতের সর্বনিম্ন তাপমাত্রা। ১৫ ডিসেম্বর নাগাদ জাঁকিয়ে শীতের আমেজ কলকাতায়।
কলকাতার তাপমান
১৯.৭ থেকে রাতের পারদ নেমে ১৭.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৬ থেকে বেড়ে ২৬.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯০ শতাংশ।
ভিনরাজ্যে
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কেরালার কিছু অংশে। ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে তামিলনাড়ু রয়েলসীমা পন্ডিচেরি কর্ণাটক রাজ্যে। উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে কুয়াশার সর্তকতা। হিমাচল প্রদেশ ও উত্তর প্রদেশের কিছু অংশে ঘন কুয়াশার সম্ভাবনা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)