জগদ্ধাত্রীর নিরঞ্জন শোভাযাত্রায় চিন্তা বাম্পার!
দুর্ঘটনা কমাতেই দেওয়া হয়েছে স্পিড ব্রেকার।
![জগদ্ধাত্রীর নিরঞ্জন শোভাযাত্রায় চিন্তা বাম্পার! জগদ্ধাত্রীর নিরঞ্জন শোভাযাত্রায় চিন্তা বাম্পার!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/11/09/153926-chandannagar.jpg)
নিজস্ব প্রতিবেদন: চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি তুঙ্গে। কিন্তু এর মাঝেই নয়া দুশ্চিন্তা স্পিড ব্রেকার। ভাসানের সময় রাস্তার ঘন ঘন বাম্পারে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন পুজো উদ্যোক্তারা।
দুর্ঘটনা কমাতেই দেওয়া হয়েছে স্পিড ব্রেকার। কিন্তু এই স্পিড ব্রেকারই এখন দুশ্চিন্তা বাড়িয়েছে চন্দননগরে । কারণ সামনেই জগদ্ধাত্রী পুজো ও ভাসান।
চন্দননগরে নজরকাড়া ভাসান হয় ফি বছর। রাস্তার এই বাম্পারের ওপর দিয়ে কীভাবে নিয়ে যাওয়া হবে বিশাল বিশাল প্রতিমা। চিন্তার ভাঁজ অনেকের কপালে। বিপুল ভিড়। তারমাঝে বাম্পারের লরি বা ট্রাক হেলে পড়লে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। পুজো কমিটিগুলি ইতিমধ্যেই আশঙ্কার কথা জানিয়েছে প্রশাসনের কাছে। চলছে সমাধান খোঁজার কাজও।