ভয়ঙ্কর! গোঘাটে বাসস্টপে অপেক্ষমান ৩ যাত্রীকে পিষে দিল খুলে যাওয়া ট্রাকের চাকা
ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ৫ জন
![ভয়ঙ্কর! গোঘাটে বাসস্টপে অপেক্ষমান ৩ যাত্রীকে পিষে দিল খুলে যাওয়া ট্রাকের চাকা ভয়ঙ্কর! গোঘাটে বাসস্টপে অপেক্ষমান ৩ যাত্রীকে পিষে দিল খুলে যাওয়া ট্রাকের চাকা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/09/01/206620-33.jpg)
নিজস্ব প্রতিবেদন: রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন। তাতেও শেষরক্ষা হল না। দুরন্ত গতিতে ছুটে যাওয়া ট্রাক নয়, অপেক্ষমান ৩ যাত্রীকে পিষে দিল খুলে যাওয়া ট্রাকের চাকা। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটে।
আরও পড়ুন-রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করছিল, মুখোশ খুলে দিয়েছে এনআরসি বিপর্যয়: মমতা
শনিবার বিকেলে গোঘাটে আরামবাগ-মেদিনীপুর রাজ্য সড়কে ভেলাদিঘিতে বাসের জন্য অপেক্ষা করছিলেন বেশ কয়েকজন যাত্রী। সেসময় ওই বাসস্টপ দিয়ে পার হচ্ছিল একটি বারো চাকার লরি। আচমকাই দ্রুতগতির ওই লরিটির পেছনের একটি চাকা খুলে যায়। দুরন্ত গতিতে সেই এসে সোজা ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা যাত্রীদের। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ৫ জন।
আরও পড়ুন-অসমে চূড়ান্ত তালিকাতেও বিদেশিই রয়ে গেলেন কার্গিল যুদ্ধের সৈনিক সানাউল্লাহ
আচমকা ঘটে যাওয়া ওই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাসস্টপের লোকজন। পরে তারাই আহতদের ভর্তি করা হয় আরামবাগ মহকুমা হাসপাতালে। পুলিস জানিয়েছে ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সনাতন মুর্মু, চন্দনা মুদি ও মেনকা মুদি নামে ৩ জনের। বাকী দুজন মরাত্মক আহত। তারা রয়েছেন আরামবাগ হাসপাতালে। চন্দনা ও মেনকার মৃত্যু হয় হাসপাতালে। অন্যদিকে, সনাতন মুর্ম মারা যান ঘটনাস্থলেই।
সাধারণভাবে দিনের অধিকাংশ সময় বেশ ব্যস্তই থাকে রাস্তাটি। আরামবাগ থেকে মেদিনীপুর যাওয়ার এই রাস্তাটিই ব্যবহার করে থাকে বাস, লরি-সহ অধিকাংশ যানবাহন। তবে এরকম ঘটনা সচারচর ঘটে না। ফলে আতঙ্ক ছড়িয়েছে নিত্যা যাত্রীদের মধ্যে।