মেখলিগঞ্জ PTTI নিয়ে নড়েচড়ে বসল নবান্ন, তলব করা হল রিপোর্ট

Updated By: Oct 12, 2017, 02:50 PM IST
মেখলিগঞ্জ PTTI নিয়ে নড়েচড়ে বসল নবান্ন, তলব করা হল রিপোর্ট

নিজস্ব প্রতিবেদন: কোচবিহারের মেখলিগঞ্জ PTTI-এ ছাত্রবিক্ষোভ নিয়ে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট পেশ করল নবান্ন। বুধবার ২৪ ঘণ্টায় এই খবর সম্প্রচারিত হওয়ার পর ব্যাপক শোরগোল পড়েছে শিক্ষা দফতরে। 

আরও পড়ুন - বিজেপির প্রতিবাদে 'রাহুল গান্ধীকে পরানো হল শাড়ি-ব্লাউজ'

মেখলিগঞ্জের ওই পিটিটিআই-এর বিরুদ্ধে ছাত্রদের কাছ থেকে বাড়তি পয়সা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ, মার্কশিট দেওয়ার বদলে ছাত্রছাত্রীদের থেকে লক্ষ লক্ষ টাকা দাবি করছে প্রতিষ্ঠান। অতিরিক্ত টাকা দেওয়া হবে না বলে জানিয়ে আন্দোলনে বসেছেন পড়ুয়ারা। কলেজের সামনেই চলছে বিক্ষোভ। তবে নিজের অবস্থানে অনড় কলেজ কর্তৃপক্ষ। বুধবার ২৪ ঘণ্টার প্রতিনিধির কাছে ফোনে চাঞ্চল্যকর দাবি করেন ওই কলেজের এক কর্তা। তাঁর দাবি, এজন্য শিক্ষা দফতরের প্রতিটি স্তরে ঘুষ দিতে হয়। ঘুষ দিতে হয় প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্যকেও!

আরও পড়ুন - এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন মুকুল, জেনে নিন আসল কারণটা

২৪ ঘণ্টায় এই খবর জানার পর কোচবিহারের প্রাথমিক শিক্ষা দফতরের কাছে রিপোর্ট তলব করেছে নবান্ন। ওদিকে পড়ুয়াদের দাবি, মার্কশিট হাতে না-পাওয়ায় টেটের ফর্ম পূরণ করতে পারছেন না তাঁরা। অবিলম্বে মার্ক শিট হাতে পেতে মুখ্যমন্ত্রীর কাছে কাতর আর্তি জানিয়েছেন তাঁরা। 

.