Jalpaiguri: বাঁদরের বাঁদরামিতে বন্ধ হল পৌষ পার্বণের পিঠে খাওয়া হুলস্থূল পাতকাটায়...
Jalpaiguri: বাঁদরের উপদ্রবে শেষে পৌষ পার্বণের পিঠে খাওয়া বন্ধ হয়ে গেলো জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনী এলাকার বাসিন্দাদের...
প্রদ্যুৎ দাস: সাতসকালে বাঁদরের বাঁদরামির শিকার হলেন জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনী এলাকার বাসিন্দারা। বাঁদরের উপদ্রবে অতিষ্ঠ বাসিন্দারা। বাঁদরের উপদ্রবে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা, কখনও ঘরের মধ্যে ঢুকে যেমন খাবার নিয়ে চম্পট দিচ্ছে তেমনই এলাকার বাসিন্দাদের অতিষ্ঠ করে দিচ্ছে এই বাঁদরের দল।
আরও পড়ুন: West Bengal News LIVE Update: রাজ্যে ২৬ হাজার শিক্ষকের নিয়োগ বাতিল, আজ সুপ্রিম শুনানি
বাঁদরের উপদ্রবে শেষে পৌষ পার্বণের পিঠে খাওয়া বন্ধ হয়ে গেলো জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনী এলাকার বাসিন্দাদের। সাতসকালে জলপাইগুড়িতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর পাতকাটা কলোনি এলাকায় শতাধিক বাঁদর এলাকার বিভিন্ন বাড়িতে ঘরে ঢুকে পিঠে বানানোর চালের গুড়ো সহ বিভিন্ন খাদ্য সামগ্রী নষ্ট করে নিয়ে চলে যাচ্ছে বলে অভিযোগ। আর এতেই অতিষ্ট হয়ে উঠেছেন এলাকাবাসীরা। জনৈক বাসিন্দা সুব্রত মন্ডল বলেন চালের গুঁড়ো এনেছিলাম পিঠে খাবো বলে কিন্তু ইচ্ছে পূরণ হলো না তার আগেই বাঁদরের দল ঘরে ঢুকে চালের গুড়োর প্যাকেট নিয়ে চম্পট দেয় এবং সব চালের গুড়ো সাবার করে দেয়। বুধবার সাতসকালে বাঁদরের দলকে এলাকা থেকে তাড়ানোর চেষ্টা করেন এলাকার বাসিন্দারা। বনদপ্তরের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা। কয়েকদিন ধরে এই বাঁদরের উপদ্রবে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন: WB Weather Update: রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া, ধপ করে পড়বে পারদ, এবার জাঁকিয়ে শীত বঙ্গে
এলাকার বাসিন্দাদের বাঁদরের বাঁদরামিতে ঘুম ছোটার মতো অবস্থা হয়েছে। জঙ্গলের পরিমাণ ক্রমশ কমে যাওয়ার ফলে বন্যপ্রাণীরা মাঝেমধ্যেই লোকালয়ে চলে আসছে তা আমরা প্রত্যেকদিনের খবরের দিকে নজর রাখলেই প্রমাণ পাচ্ছি, এবং এই দৃশ্য জলপাইগুড়িতে বারংবার দেখে থাকি। জলপাইগুড়ি-সহ শহর সংলগ্ন এলাকায় মাঝেমধ্যেই যেমন দেখা মিলছে হাতি, বাঘ-সহ বিভিন্ন বন্যজন্তুর তেমনই এই বার জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনী এলাকায় দেখা মিলল বাঁদর বাহিনীকে। সাতসকালে লোকালয়ে ঢুকে পড়ে অতিষ্ঠ করে তুলছে এই বাঁদরের দল। বাঁদরের উপদ্রবে ঘুম উড়েছে বাসিন্দাদের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)