ফাঁড়ির ভিতর ঢুকে পুলিসকে পিটিয়ে শ্রীঘরে ছাত্র
জেরা প্রক্রিয়া মোবাইলে রেকর্ড করছিল এক ছাত্র।
![ফাঁড়ির ভিতর ঢুকে পুলিসকে পিটিয়ে শ্রীঘরে ছাত্র ফাঁড়ির ভিতর ঢুকে পুলিসকে পিটিয়ে শ্রীঘরে ছাত্র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/07/18/128788-dbfsdbsdwbw.jpg)
নিজস্ব প্রতিবেদন : পুলিস ফাঁড়িতে ঢুকে পুলিসকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ২ ছাত্রের বিরুদ্ধে। পুলিসকে পেটানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ২ ছাত্রকে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দমদমে ঘুঘুডাঙা ফাঁড়িতে।
জানা গেছে, স্থানীয় এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে গোলমালকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। বচসার সময় ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন দু'পক্ষের ছাত্ররা। সমস্যা মেটানোর দু তরফের প্রতিনিধিকেই ঘুঘুডাঙা ফাঁড়িতে ডেকে পাঠায় পুলিস। বচসা ও হাতাহাতির ঘটনায় তাদের জেরা করতে শুরু করেন অফিসার ইন চার্জ শিবচরণ মণ্ডল।
অভিযোগ, জেরা চলাকালীনই শিবচরণ মণ্ডল লক্ষ্য করেন, এক ছাত্র তার মোবাইলে রেকর্ডারটি অন করে রেখেছে। জেরা প্রক্রিয়াটি মোবাইলে রেকর্ড করছে। দেখা মাত্রই মোবাইলটি কেড়ে নেন শিবচরণবাবু। এরপরই ওই ছাত্র মেজাজ হারায় বলে অভিযোগ।
আরও পড়ুন, স্বামীর দু' কান কাটল বয়সে ২০ বছরের বড় স্ত্রী!
অভিযোগ, দুজনেই কর্তব্যরত পুলিস অফিসারের উপর চড়াও হয়। শুরু হয় বেধড়ক মার। মারের চোটে মাথা ফেটে যায় শিবচরণ মণ্ডলের। এই ঘটনায় অভিযুক্ত ২ ছাত্র ওয়াসিম ইকবাল ও সাদাফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিস।