দলের একাংশ বিজেপির প্রতি দুর্বল : সূর্যকান্ত মিশ্র

পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের প্রেক্ষিতে জেলাওয়াড়ি রিপোর্ট তলব করে সিপিএম রাজ্য নেতৃত্ব।

Updated By: Jul 13, 2018, 06:04 PM IST
দলের একাংশ বিজেপির প্রতি দুর্বল : সূর্যকান্ত মিশ্র

নিজস্ব প্রতিবেদন : পঞ্চায়েত নির্বাচনে সিপিএম-এর ভরাডুবির প্রেক্ষিতে বিস্ফোরক মন্তব্য করলেন সূর্যকান্ত মিশ্র। তাঁর দাবি, দলের একাংশের মধ্যে বিজেপির প্রতি দুর্বল মনোভাব দেখা যাচ্ছে। শাসকদল তৃণমূলকে শিক্ষা দিতেই এই মনোভাব গড়ে উঠেছে। কিন্তু এতে আখেরে ক্ষতি হচ্ছে দলেরই। দলের নেতাকর্মীদের এই মনোভাবকে 'আত্মঘাতী' বলে উল্লেখ করেছেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক।

২০১৯-এ লোকসভা নির্বাচন। তার আগে পঞ্চায়েত নির্বাচন ছিল রাজ্যের শাসকদলের কাছে কার্যত জমি জরিপের সুযোগ। আর তাতে ছক্কা হাঁকিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের সর্বত্র ঘাসফুলের ঝড় লক্ষ্য করা গেছে। ২০টি জেলা পরিষদ-ই দখল করেছে তৃণমূল। বিরোধীদের মধ্যে একমাত্র বিজেপি-ই কিছুটা 'সুবিধা' করতে পেরেছে। বেশ কয়েকটি জায়গায় নিজেদের জমি শক্ত করেছে গেরুয়া শিবির। কিন্তু ভোটব্যাঙ্কের বিচারে বাম-কংগ্রেস শিবিরে আরও ধস নেমেছে।

আরও পড়ুন, সিপিএম ছাড়ার কথা ঘোষণার পরই দল থেকে বহিষ্কৃত মইনুল!

পঞ্চায়েত নির্বাচনের এই ফলাফলের পরই জেলাওয়াড়ি রিপোর্ট তলব করে সিপিএম রাজ্য নেতৃত্ব। চুলচেরা বিশ্লেষণ করা হয় সেই রিপোর্টের। তার প্রেক্ষিতেই এদিন সিপিএমের একাংশের 'বিজেপি ঘেঁষা' মনোভাব নিয়ে তোপ দাগেন সূর্যকান্ত মিশ্র।

.