সিপিআইএম কর্মীদের আরএসএসের ধাঁচে সংগঠন গড়ে কাজ করার পরামর্শ সূর্যকান্তের
সোশাল মিডিয়াকেও হাতিয়ার করে হাইটেক হওয়ার পথে এবার সিপিআইএম। এদিন জলপাইগুড়ি জেলা সিপিআইএম-এর নামে একটি ফেসবুক পেজের উদ্বেধন করেন সূর্যকান্ত মিশ্র।
![সিপিআইএম কর্মীদের আরএসএসের ধাঁচে সংগঠন গড়ে কাজ করার পরামর্শ সূর্যকান্তের সিপিআইএম কর্মীদের আরএসএসের ধাঁচে সংগঠন গড়ে কাজ করার পরামর্শ সূর্যকান্তের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/04/12/117191-kfhkdfhkhdfkhdfkdfhkfhkdf.jpg)
নিজস্ব প্রতিবেদন : আরএসএস-এর ধাঁচে সংগঠন গড়ে মানুষের মাঝে বিষের বদলে অমৃত পৌঁছে দেওয়ার আহ্বান জানালেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বৃহস্পতিবার জলপাইগুড়ির রবীন্দ্র ভবনে এক কর্মীসভায় যোগ দিতে যান তিনি। সেখানেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে এমনই মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, নতুন করে প্রতিটি স্তরে কর্মীদের নেমে কাজ করতে হবে। কথা বলতে হবে সাধারণ মানুষের সঙ্গে। বুঝে নিতে হবে তাঁদের সমস্যাগুলি। তবে তিনি এটাও স্মরণ করিয়ে দেন, সেই কাজ করতে গিয়ে বারবার বাধার সম্মূখীন হতে হবে তাদের। আর তখনই আরএসএস-এর ধাঁচে গোপনে সংগঠন গড়ে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন সূর্যকান্ত মিশ্র।
আরও পড়ুন- পঞ্চায়েত মনোনয়ন নিয়ে হাইকোর্টে তৃণমূলের মামলার শুনানি হল না আজ
এখানেই শেষ নয়, সোশাল মিডিয়াকেও হাতিয়ার করে হাইটেক হওয়ার পথে এবার সিপিআইএম। এদিন জলপাইগুড়ি জেলা সিপিআইএম-এর নামে একটি ফেসবুক পেজের উদ্বেধন করেন সূর্যকান্ত মিশ্র।