WB Weather Update: পারদ পড়বে অনেকটাই, বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা, আচমকাই হাওয়া বদল বঙ্গে
WB Weather Update: জাঁকিয়ে যে শীত পড়বে এমন কথা বলছে না আবহাওয়া দফতর। তবে তাপমাত্র কমে শীতের আমেজ দিয়ে যাবে শেষবেলায়
অয়ন ঘোষাল: পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটল। রাজ্যে ফের বইতে শুরু করল উত্তুরে হাওয়া। আজ থেকে ফের রাজ্যে পারদ পতন। তুষারপাতের সম্ভবনা দার্জিলিংয়ের উঁচু এলাকায়। হালকা বৃষ্টির সম্ভবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায়। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে পারদ নামবে। রাতের তাপমাত্রা ৪৮ ঘণ্টায় ২-৪ ডিগ্রি পর্যন্ত নামবে। শুক্রবারের মধ্যে ফের ১২ বা ১৩ এর ঘরে কলকাতার রাতের পারদ। পৌষ সংক্রান্তি থেকে বাড়বে তাপমাত্রা। মাঘে আর জাঁকিয়ে শীত ফেরার সম্ভবনা কম।
আরও পড়ুন-'কংগ্রেস মমতাকে তাড়িয়েছিল বলেই সিপিএমকে সরানো গিয়েছে'!
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে ১০ জানুয়ারি। জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে। রাজস্থানের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত মধ্য মহারাষ্ট্র এবং অসম সংলগ্ন এলাকায়।
দক্ষিণবঙ্গ
আজ থেকে ফের তাপমাত্রা কমবে। শুক্রবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছে এলেও খুব বেশি জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
আজ হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পাঁচ জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা। সকালের দিকে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে ঘন কুয়াশার দাপট। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই।
উত্তরবঙ্গ
আজ বুধবার রাত থেকে ফের তাপমাত্রা কমবে। দার্জিলিং এ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। হালকা তুষারপাতের সম্ভাবনা আজ রাতে। সিকিমে তুষারপাতের সম্ভাবনা। তার প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।
বুধবার বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চার জেলাতে। মূলত হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে কোথাও কোথাও। মালদা ও উত্তর দিনাজপুরের কিছু অংশে শীতল দিনের মতো পরিস্থিতি।
কলকাতা
কমল কুয়াশা। বাড়ল উত্তুরে হাওয়ার দাপট। কাটল পশ্চিমী ঝঞ্ঝার বাধা। আজ থেকেই রাতের পারদ পতন। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতায় রাতের পারদ ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নিচে নামতে পারে। রবিবারের পর থেকে ফের পারদ উত্থান। পৌষ সংক্রান্তি থেকেই শীতের প্রকোপ হ্রাস। মাঘে আর জাঁকিয়ে শীত ফেরার সম্ভবনা ক্ষীণ।
কলকাতার তাপমান
রাতের ওঠানামার খেলা অব্যাহত। রবিবার রাতে ১৪.২, সোমবার রাতে ১৬.২, গতরাতে ১৬ ডিগ্রি । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.১ থেকে বেড়ে ২৫.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৯ থেকে ৯৫ শতাংশ।
ভিনরাজ্যে
ঘন কুয়াশার সতর্কতা পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি এবং উড়িষ্যাতে। হিমাচল প্রদেশ বিহার সিকিম উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার দাপট। কুয়াশার সম্ভাবনা আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ত্রিপুরাতে। উত্তর প্রদেশ ও রাজস্থানের বেশ কিছু এলাকায় শীতল দিনের পরিস্থিতি। সিকিম অরুণাচল প্রদেশ আসাম এবং মেঘালয় কোথাও শিলাবৃষ্টি কোথাও হালকা তুষারপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। নাগাল্যান্ড মনিপুর মিজোরাম ত্রিপুরাতে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)