WB Weather Update: কনকনে ঠান্ডাভাব গায়েব; লাফিয়ে বাড়ল পারদ, আজ ভিজবে দক্ষিণের বেশ কয়েকটি জেলা
WB Weather Update: হালকা বৃষ্টি হতে পারে শহরে। আকাশ থাকবে আংশিক মেঘলা। বাড়বে তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতা ও জলীয় বাষ্পের পরিমাণ। রাতের তাপমাত্রা ১১.৮ ডিগ্রি থেকে বেড়ে এক ধাক্কায় ১৬.৩ ডিগ্রি।
অয়ন ঘোষাল: মরসুমের শীতলতম দিনের রেশ কাটতে না কাটতেই এক ধাক্কায় কলকাতার পারদ রাতারাতি ১১ থেকে ১৬ এর ঘরে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা বা সম্পূর্ন মেঘলা আকাশ থাকবে। বাড়বে আপেক্ষিক আর্দ্রতা ও জলীয় বাষ্প। এমনটাই বলছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন-সাতসকালেই পাড়ায় বিশাল বাহিনী; সার্চ ওয়ারেন্ট দেখিয়ে, তালা ভেঙে শাহজাহানের বাড়িতে ঢুলল ইডি
উত্তর বাংলাদেশ এবং কোঙ্কনে বর্তমানে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। কর্ণাটক থেকে মধ্য ভারতের ছত্রিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এই অক্ষরেখার প্রভাবে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। যার প্রভাবে ওড়িশা ছত্তীসগঢ় এবং বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই বিপরীত ঘূর্ণাবর্তের দেওয়ালে ধাক্কা উত্তর পশ্চিম ভারতের শীতল হাওয়ার। ফলে শীত ঢোকার পথ সম্পূর্ন অবরুদ্ধ দক্ষিণবঙ্গে। নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে তৈরি হচ্ছে ২৫ শে জানুয়ারি ও ২৭ শে জানুয়ারি। উত্তর ভারতের জেড স্ট্রিম উইন্ডের প্রভাব থাকবে আরো ৩-৪ দিন।
এদিকে, ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। দুপুর বা বিকেলের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৫ জানুয়ারি বৃষ্টির প্রভাব কমবে। সেদিন শুধুমাত্র পূর্ব-পশ্চিম মেদিনীপুরের সঙ্গে দক্ষিণ ২৪ পরগনাতে জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়া। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি। ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।
সকালে কুয়াশা পরে আংশিক মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি কুয়াশা কলকাতা সহ সব জেলাতে।
উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে বেশি। কুয়াশা হবে মালদা এবং দিনাজপুরে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। ২৬ এবং ২৭শে জানুয়ারি দার্জিলিংয়ের তুষারপাতের সম্ভাবনা বেশি। দার্জিলিংয়ে ও উঁচু পার্বত্য এলাকাতেও তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পংএ আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা।
কলকাতায় আজ থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। আংশিক মেঘলা আকাশ। বাড়বে তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতা ও জলীয় বাষ্পের পরিমাণ। রাতের তাপমাত্রা ১১.৮ ডিগ্রি থেকে বেড়ে এক ধাক্কায় ১৬.৩ ডিগ্রি। গতকাল দিনের তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি থেকে বেড়ে ২২.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ। দুপুরের পর তা বেড়ে দাঁড়াবে ৯৮ শতাংশের কাছাকাছি।
উত্তরাখণ্ডে গ্রাউন্ড ফ্রস্টের পূর্বাভাস। সঙ্গে জেড স্ট্রিম উইন্ডের প্রভাবে কোল্ড ওয়েভ ও কোল্ড ডে পরিস্থিতি। সিভিয়ার কোল্ড ডে পরিস্থিতি উত্তর প্রদেশ পাঞ্জাব হরিয়ানা মধ্যপ্রদেশ এবং রাজস্থানে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)