WB Weather Update: এবার বেলা বাড়লেই চড়বে পারদ, কোথায় বৃষ্টি, জানাল হাওয়া অফিস

WB Weather Update:  শুক্রবার থেকে সামান্য বাড়বে উষ্ণতা। তার আগে আজ ভোরে ও সন্ধ্যেয় পরিবেশ থাকবে মনোরম। যদিও বেলা বাড়লে এই পরিস্থিতি পাল্টে গরম লাগবে। আজ দিনভর পরিষ্কার আকাশ থাকবে।

Updated By: Mar 7, 2024, 07:34 AM IST
WB Weather Update: এবার বেলা বাড়লেই চড়বে পারদ, কোথায় বৃষ্টি, জানাল হাওয়া অফিস

অয়ন ঘোষাল: শুক্রবার থেকে  চড়বে তাপমাত্রার পারদ। উত্তর পশ্চিম ভারত থেকে আসা হওয়ার প্রভাবে আজ সন্ধ্যে পর্যন্ত তাপমাত্রা কিছুটা স্থিতিশীল। ভোরে এবং বিকেলের পর শুষ্ক মনোরম বসন্তের আবহাওয়া থাকবে। যদিও বেলা বাড়লে রীতিমত চড়া গরম অনুভূত হবে। আজ রাতের পর থেকে তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন-বউ ফেরেনি; বাবাকে দেখার কেউ নেই, কাজে বের হওয়ার আগে ভয়ংকর কাণ্ড করলেন যুবক

একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পঞ্জাব ছত্তীসগঢ় এবং ওড়িশাতে। পশ্চিমী ঝঞ্ঝা কাল ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমশ উত্তর-পূর্ব ভারতের দিকে এগোবে।

দক্ষিণবঙ্গে ভোরে ও সন্ধ্যার পর হালকা উত্তর-পশ্চিমের হাওয়া বইবে। শুক্রবারের পর ফের সামান্য বাড়বে তাপমাত্রা। শনিবারের পর আরও কিছুটা বেড়ে যেতে পারে তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। শুধুমাত্র পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি নেই। শুক্রবার দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় শুক্রবার থেকে সামান্য বাড়বে উষ্ণতা। তার আগে আজ ভোরে ও সন্ধ্যেয় পরিবেশ থাকবে মনোরম। যদিও বেলা বাড়লে এই পরিস্থিতি পাল্টে গরম লাগবে। আজ দিনভর পরিষ্কার আকাশ থাকবে। আগামী দু'দিন তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

দেশের অন্যান্য রাজ্যের মধ্যে ওড়িশায় বৃষ্টি আর সিকিম অরুণাচল প্রদেশে বৃষ্টির সঙ্গে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে। জম্মু-কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখন্ডে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা বৃহস্পতিবার পর্যন্ত। দক্ষিণ ভারতে তামিলনাড়ু ও কেরল সহ সংলগ্ন এলাকায় উষ্ণ ও অস্বস্তিকর আবহাওয়া।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.