সেতুর ওপর থেকে প্রায় ৫০ ফুট নীচে জলে পড়ে গেল টেম্পো
সেতুর ওপর থেকে প্রায় ৫০ ফুট নীচে জলে পড়ে গেল টেম্পো। তারপরেও অক্ষত চালক সহ ১৩ জন আরোহী! এমনই আশ্চর্য রক্ষা দেখল কৃষ্ণনগর। মুর্শিদাবাদের ইসলামপুর থেকে রানাঘাট যাচ্ছিলেন ১৩ জন দিনমজুর। ধান কাটার কাজে যাচ্চিলেন তাঁরা। কৃষ্ণনগর শহরে ঢোকার সময় দ্বিজেন্দ্র সেতুতে লরির সঙ্গে টেম্পোর সংঘর্ষ হয়। লরির ধাক্কায় সেতু থেকে প্রায় ৫০ ফুট নীচে জলে পড়ে যায় টেম্পোটি। চালক সহ আহত ৪ জনকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভরতি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়। পুলিসের প্রাথমিক অনুমান, চালক ঘুমিয়ে পড়াতেই এমন দুর্ঘটনা।
![সেতুর ওপর থেকে প্রায় ৫০ ফুট নীচে জলে পড়ে গেল টেম্পো সেতুর ওপর থেকে প্রায় ৫০ ফুট নীচে জলে পড়ে গেল টেম্পো](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/04/23/84080-tempo-23-4-17.jpg)
ওয়েব ডেস্ক: সেতুর ওপর থেকে প্রায় ৫০ ফুট নীচে জলে পড়ে গেল টেম্পো। তারপরেও অক্ষত চালক সহ ১৩ জন আরোহী! এমনই আশ্চর্য রক্ষা দেখল কৃষ্ণনগর। মুর্শিদাবাদের ইসলামপুর থেকে রানাঘাট যাচ্ছিলেন ১৩ জন দিনমজুর। ধান কাটার কাজে যাচ্চিলেন তাঁরা। কৃষ্ণনগর শহরে ঢোকার সময় দ্বিজেন্দ্র সেতুতে লরির সঙ্গে টেম্পোর সংঘর্ষ হয়। লরির ধাক্কায় সেতু থেকে প্রায় ৫০ ফুট নীচে জলে পড়ে যায় টেম্পোটি। চালক সহ আহত ৪ জনকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভরতি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়। পুলিসের প্রাথমিক অনুমান, চালক ঘুমিয়ে পড়াতেই এমন দুর্ঘটনা।