বসিরহাট সীমান্ত দিয়ে অবাধে জঙ্গি পারাপার, চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে
কলকাতা পুলিশের হাতে ধৃত আল কায়দা জঙ্গিদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এল আরও চাঞ্চল্যকর তথ্য। ধৃতরা তদন্তকারীদের জানিয়েছে, গত ২ মাস ধরে বাংলাদেশ সীমান্তলাগোয়া বসিরহাটের গাছা গ্রাম দিয়ে সীমান্ত পারাপার করত তারা। সেখানে রীতিমতো ডেরা বানিয়ে বসেছিল তামিম, সাহাদাতরা।
নিজস্ব প্রতিবেদন: কলকাতা পুলিশের হাতে ধৃত আল কায়দা জঙ্গিদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এল আরও চাঞ্চল্যকর তথ্য। ধৃতরা তদন্তকারীদের জানিয়েছে, গত ২ মাস ধরে বাংলাদেশ সীমান্তলাগোয়া বসিরহাটের গাছা গ্রাম দিয়ে সীমান্ত পারাপার করত তারা। সেখানে রীতিমতো ডেরা বানিয়ে বসেছিল তামিম, সাহাদাতরা।
গোয়েন্দা সূত্রের খবর, সীমান্ত পারাপারের জন্য গত সেপ্টেম্বর ও অক্টোবরে বেশ কয়েকবার এই গাছা গ্রামকে ব্যবহার করে জঙ্গিরা। সীমান্ত পার করার পর বেশ কয়েকদিন ওই গ্রামেই আত্মগোপন করে ছিল তারা। এর পর কলকাতা-সহ গোটা দেশে ছড়িয়ে পড়ে তারা। তনভির, রিয়াজুল, তামিম ও নয়ন ছাড়া কারা এই পথ দিয়ে সীমান্ত পার করেছিল তা জানতে তদন্তে নেমেছেন গোয়েন্দারা। পৌঁছে গিয়েছেন গাছা গ্রামে।
আরও পড়ুন - তামিম, নয়নের পর আফতাব, পুলিশের হাতে এল আরও ১ জঙ্গির তথ্য
ওদিকে তদন্ত চলছে হাওড়াতেও। সেখানে একটি লজে দীর্ঘদিন ছিল জঙ্গিরা। কীভাবে সহজে তাঁরা আত্মগোপন করতে পারল, কীভাবেই বা হাতে পেল আধার কার্ড জানতে কোমর বেঁধে নেমেছেন গোয়েন্দারা।