ফোন পেয়েই ইস্তফা দিলেন গ্রামীণ হাসপাতালে চিকিত্সক! কেন?

সোমবার সকালে পাণ্ডুয়ার বিএমওএইচ শ্রীকান্ত চক্রবর্তী ফোন করে সৈয়দ মহম্মদ নইমকে চাকরিতে থেকে ইস্তফা না দেওয়ার জন্য অনুরোধ করেন।

Updated By: Dec 3, 2018, 06:44 PM IST
ফোন পেয়েই ইস্তফা দিলেন গ্রামীণ হাসপাতালে চিকিত্সক! কেন?

নিজস্ব প্রতিবেদন:  চিকিত্সককে ফোনে হুমকি! চাকরি থেকে ইস্তফা দিলেন পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালের  চিকিত্সক।

পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালের চিকিত্সক সৈয়দ মহম্মদ নইম। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার চিকিত্সকের  মোবাইলে একটি ফোন আসে। তারপরই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিত্সক। সোমবার সকালে হাসপাতালে গিয়ে ইস্তফাপত্র জমা দেন তিনি। এবিষয়ে আর কিছুই স্পষ্ট করে বলেননি তিনি।

আরও পড়ুন: ১৫ দিন পর গুলিতে বিদ্ধ তৃণমূল পঞ্চায়েত উপপ্রধানের বাবার লড়াই শেষ

সোমবার সকালে পাণ্ডুয়ার বিএমওএইচ শ্রীকান্ত চক্রবর্তী ফোন করে সৈয়দ মহম্মদ নইমকে চাকরিতে থেকে ইস্তফা না দেওয়ার জন্য অনুরোধ করেন। চিকিত্সককে বারবার বোঝানোর চেষ্টা করেন তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু কোনও কথাই শুনতে চাননি চিকিত্সক।

আরও পড়ুন: আমার ধর্ম নিয়ে ভেবো না, কাজটা দেখো: কলকাতার মেয়র হয়েই আত্মবিশ্বাসী ফিরহাদ

চিকিত্সকের বাবা জানিয়েছেন, কয়েকদিন আগে হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়।  সৈয়দ মহম্মদ নইমের বিরুদ্ধে চিকিত্সায় গাফিলতির অভিযোগ উঠেছিল। সেই কারণেই হুমকি ফোন বলে অভিযোগ। আর সেই হুমকি ফোন পেয়েই ইস্তফা দিয়েছেন চিকিত্সক। অন্তত এমনটাই দাবি তাঁর পরিবারের। যদিও চিকিত্সকের দাবি, তিনি কোনও হুমকি ফোন পাননি। একান্তই ব্যক্তিগত কারণে তিনি ইস্তফা দিয়েছেন।

 

.