হাসপাতাল বহুদূর, পৌঁছনোর আগে মাঝ নদীতে নৌকাতেই সন্তান প্রসব

এরপর নৌকাতেই সন্তান প্রসব করেন ঝরনা। সন্তান প্রসবের পর নৌকা ফিরিয়ে ঘাটে লাগানো হয়। গোসাবা গ্রামীণ হাসপাতালেই নিয়ে যাওয়া হয় মা ও নবজাতককে। দুজনেই  ভাল আছে।

Updated By: Jun 23, 2020, 09:57 PM IST
হাসপাতাল বহুদূর, পৌঁছনোর আগে মাঝ নদীতে নৌকাতেই সন্তান প্রসব
ছবিটি প্রতীকী

নিজস্ব প্রতিবেদন: আমফান বিধ্বস্ত সুন্দরবনে মাঝ নদীতে নৌকায় সন্তান প্রসব। বিদ্যাধরীর বুকে মাতৃত্বে অভিষিক্তা ঝরনা।  প্রসব যন্ত্রণা নিয়ে গোসাবা গ্রামীণ হাসপাতালে ভর্তি হন বালি নয় নম্বর গ্রামের বাসিন্দা ঝরনা মণ্ডল। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে রেফার করা হয়। গোসাবা আর ক্যানিংয়ের মাঝে বিদ্যাধরী নদী। সেতু না থাকায় নৌকা বা লঞ্চে নদী পেরোতে হয়। ঝরনাকে নিয়ে বোটে সওয়ার হন তাঁর তিন আত্মীয়। 

আরও পড়ুন: রাজ্যে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

এরপর নৌকাতেই সন্তান প্রসব করেন ঝরনা। সন্তান প্রসবের পর নৌকা ফিরিয়ে ঘাটে লাগানো হয়। গোসাবা গ্রামীণ হাসপাতালেই নিয়ে যাওয়া হয় মা ও নবজাতককে। দুজনেই  ভাল আছে। 

আরও পড়ুন: হিসেবে গোলমাল! সেচ দফতরের কর্তাদের বিরুদ্ধে সরকারি টাকা তছরুপের অভিযোগ মালদহে

প্রান্তিক সুন্দরবনের দ্বীপ এলাকাগুলোতে বাড়ি থেকে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছনো বরাবরই একটা চ্যালেঞ্জ। ইমার্জেন্সিতে তা আরও কঠিন হয়। প্রশাসনের উদ্যোগে অবশ্য আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে। এ ছাড়াও বিএমওএইচের নেতৃত্বে আসন্ন প্রসবাদের ট্র্যাক করে আশাকর্মীরা সময়মতো নিকটবর্তী মাদার্স হাবে পৌঁছে দেন। 

.