Howrah IC Shot: গভীর রাতে গুলিবিদ্ধ চণ্ডীতলা থানার আইসি! হামলাকারী কে, ঘনাচ্ছে রহস্য...

Howrah IC Shot: হাওড়ায় গুলিবিদ্ধ পুলিস অফিসার। ঘোষ পাড়া পেট্রোল পাম্পের সামনে। ঘনীভূত রহস্য...

Updated By: Feb 20, 2025, 03:26 PM IST
Howrah IC Shot: গভীর রাতে গুলিবিদ্ধ চণ্ডীতলা থানার আইসি! হামলাকারী কে, ঘনাচ্ছে রহস্য...

দেবব্রত ঘোষ: হাওড়ার ঘোষ পাড়া পেট্রোল পাম্পের সামনে গুলিবিদ্ধ এক পুলিস অফিসার। তাঁর হাতে গুলি লেগেছে বলে খবর পাওয়া যাচ্ছে। রাত এগারোটা নাগাদ এই ঘটনাটি ঘটে। তবে তাঁকে কে বা কারা গুলি করেছে তা খতিয়ে দেখছে পুলিস। জানা যাচ্ছে সেই সময় তাঁর সঙ্গে ছিলেন এক মহিলা। এই ঘটনায় একটি গাড়িকে পুলিস আটক করেছে বলে জানা যাচ্ছে। 

আরও পড়ুন: WB Weather Update: এখনই রেহাই নেই, বজ্রবিদ্যুত্-সহ শিলাবৃষ্টিতে তোলপাড় হবে গোটা দক্ষিণবঙ্গ, দুর্যোগ কাটবে কবে?

জানা যাচ্ছে, আহত পুলিস অফিসারের নাম জয়ন্ত পাল, তিনি হুগলীর চণ্ডীতলা থানার কর্মরত। হাওড়ায় গুলিবিদ্ধ হুগলীর চণ্ডীতলা থানার আইসি। গতকাল রাত ১১টা নাগাত মধ্য হাওড়ার পেট্রল পাম্পের কাছে নেতাজী লুভাস রোডে গুলি চলে। ঘটনায় গুলিবিদ্ধ হন জয়ন্ত পাল। পুলিস অফিসার হুগলী জেলায় কর্মরত। কালো রঙের পুলিসের বোর্ড লাগানো গাড়িতে চড়ে ওই এলাকায় আসেন তিনি। জয়ন্ত পাল গাড়ি নিয়ে যখন এলাকায় আসেন তখন তাঁর সঙ্গে তাঁর সঙ্গী ছিল বলে খবর পাওয়া যাচ্ছে। তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয় তাও দেখা গিয়েছে এবং তারপরই তিনি গুলিবিদ্ধ হন বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, বাম হাতের উপরের দিকে তাঁর গুলি লেগেছে। গুলির শব্দ শুনে এলাকার বাসিন্দারা ছুটে আসেন। পুলিস সূত্রে খবর, ব্যক্তিগত কাজে তিনি এলাকায় এসেছিলেন। কেন এমন ঘটনা ঘটলো তা পুলিসদের ভাবাচ্ছে।  

আরও পড়ুন: West Bengal News LIVE Update: মহাকুম্ভের পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা, কুলটিতে মৃত্যু ২ পুণ্যার্থীর

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যাটরা ও শিবপুর থানার পুলিস। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি গুলির খোল। তাঁকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় ওই অফিসারের সঙ্গে এক মহিলা ছিলেন। একটি গাড়ি ঘটনাস্থলে পাওয়া যায়। সেটিকে আটক করেছে পুলিস। ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই অফিসারকেও। হাওড়া সিটি পুলিসের উচ্চপদস্থ অফিসারেরা ইতিমধ্যে রয়েছেন ঘটনাস্থলে। ওই মহিলার সঙ্গে কি সম্পর্ক তা জানার চেষ্টা করছে পুলিস। মহিলার সঙ্গে বিবাদের জেরেই কি এই ঘটনা! তদন্তে পুলিস।

পুলিস সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে আইসি জয়ন্ত পাল ছাড়াও চার জন ছিলেন। তাঁরা হলেন হাওড়া পোদরা এলাকার বাসিন্দা টিনা দাম, বেলঘরিয়ার সানি ধর এবং হাওড়ার সৌরভ আদক ও সমজিত ভক্ত। এখনও পর্যন্ত খবর, ঘটনাস্থলে আছেন শিবপুর থানায় হুগলি পুলিসের চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম বা তথ্য অনুসন্ধানী দল। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.