ছড়াচ্ছে সংক্রমণ, ফের বন্ধ হয়ে গেল বেলুড় মঠ
শনিবার রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ বিষয়টি জানান।
Reported By:
প্রিতম দে
|
Updated By: Aug 1, 2020, 12:04 PM IST
ফাইল চিত্র
নিজস্ব প্রতিবেদন: ক্রমেই বাড়ছে সংক্রমণ। তাই ফের বন্ধ হচ্ছে বেলুড় মঠ দর্শন। চারপাশে সংক্রমণ বাড়তে থাকায় রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন মঠ কর্তৃপক্ষ। শনিবার রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ বিষয়টি জানান।
লকডাউনের জেরে গত ২৫ মার্চ থেকে বন্ধ ছিল মঠ। ৮২ দিন পরে ১৫ জুন তা আবার জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। কিন্তু যেভাবে পার্শ্ববর্তী এলাকায় সংক্রমণ ছড়াচ্ছে, তা এড়াতেই ফের মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।
Tags: