সপ্তাহখানেক ধরেই চলছিল খুনের পরিকল্পনা, মণীশ হত্যাকাণ্ডে গ্রেফতার ২

 খুররমের সঙ্গে মণীশের পুরনো শত্রুতা। খুররমের  বাবা মহম্মদ ইসমাইলের খুনেও নাম জড়ায় মণীশের।

Updated By: Oct 6, 2020, 10:21 AM IST
সপ্তাহখানেক ধরেই চলছিল খুনের পরিকল্পনা, মণীশ হত্যাকাণ্ডে গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদন: মনীশ খুনের ঘটনায় গ্রেফতার দুই। দুষ্কৃতীরা খুররাম খান এবং গুলাব শেখ।  রাতেই গ্রেফতার করা হয়েছে এদের। টিটাগড়কাণ্ডে ক্রমশ জোরাল হচ্ছে ব্যক্তিগত শত্রুতার মোটিভ। তদন্তে উঠে এসেছে  রাজু খান নামে আরও এক দুষ্কৃতীর নাম। খুনের ঘটনার দিন কয়েক আগে এলাকায় সাগরেদদের নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায় রাজুকে ও মহম্মদ খুররম নামে আরেক দুষ্কৃতীকে।

আরও পড়ুন: ৯ এমএম কার্বাইন থেকেই মণীশকে গুলি! সিসিটিভি ফুটেজে সনাক্ত হামলাকারীদের ২ বাইক

খুররমের সঙ্গে মণীশের পুরনো শত্রুতা। খুররমের  বাবা মহম্মদ ইসমাইলের খুনেও নাম জড়ায় মণীশের। বদলার অঙ্কে মণীশ খুন কিনা খতিয়ে দেখছে পুলিস। খুনের তদন্তে  আটক মহম্মদ নাসির সহ আরও সাত। তাদের জিজ্ঞসাবাদ করছে CID। মাস্টার রাজু খানের খোঁজে তল্লাশি চালাচ্ছে CID এবং পুলিস।

মণীশ শুক্লা খুনে চাঞ্চল্যকর তথ্য। মাসখানেক ধরেই তাঁর গতিবিধি নজরে রাখা হয়। দেহরক্ষী ছুটিতে যাওয়ায় অপারেশনের দিন চূড়ান্ত হয়। সাতদিন আগেই তাঁকে খুনের পরিকল্পনা করে দুষ্কৃতীরা। গত রবিবারই টার্গেট করা হয় মণীশ শুক্লাকে। কিন্তু কোনও কারণে ভেস্তে যায় সেই পরিকল্পনা। সিআইডি সূত্রে এমনই খবর।

.