"সেপ্টেম্বরে পরীক্ষা নয়, আগামী সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে রাজ্য"

এ দিন মমতা বলেন, আমি কোর্টকে দোষ দেব না। কিন্তু UGC-কে বলব আপনারা কেন ছাত্রছাত্রীদের বিপদে ফেলছেন, এপ্রিলে অ্যাডভাইজারি দিলেন পরীক্ষা নিতে হবে না, তারপর আবার বললেন পরীক্ষা হবে। 

Reported By: কমলিকা সেনগুপ্ত | Updated By: Aug 28, 2020, 06:56 PM IST
"সেপ্টেম্বরে পরীক্ষা নয়, আগামী সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে রাজ্য"
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: "করোনায় ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত, মানসিক চিন্তায় রয়েছে তাঁরা। তাই সেপ্টেম্বরে কলেজের পরীক্ষা হবে না।" শুক্রবার টিএমসিপির ভার্চুয়াল সভায় এমনটাই জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতী বন্দ্যোপাধ্যায়। 

এদিকে শুক্রবারই কলেজ, বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা বাতিলের আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, পরীক্ষা হবে, তবে সেক্ষেত্রে চূড়ান্ত সময়সীমা পরিবর্তিত হতে পারে। সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে, পরীক্ষায় সময়সীমা ৩০ সেপ্টেম্বরের পরেও পিছোতে গেলে সংশ্লিষ্ট রাজ্যকে আবেদন করতে হবে ইউজিসির কাছে।

এ দিন মমতা বলেন, আমি কোর্টকে দোষ দেব না। কিন্তু UGC-কে বলব আপনারা কেন ছাত্রছাত্রীদের বিপদে ফেলছেন, এপ্রিলে অ্যাডভাইজারি দিলেন পরীক্ষা নিতে হবে না, তারপর আবার বললেন পরীক্ষা হবে। তৃণমূল ছাত্র পরিষদের সভায় বক্তব্য রাখতে গিয়ে JEE-NEET সহ একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী। কেন্দ্রকে তোপ দেগে তাঁর আরও প্রশ্ন, আমেরিকায় স্কুল খোলার পর কী হয়েছিল? ভোটের সময় কোর্ট দেখালে চলবে না, তখন সাধারণ মানুষকে উত্তর দিতে পারবেন তো? 

.