Bankura | Amarnath Shakha: 'কলকাতার সভায় যাওয়ার রাস্তা আটকালে তৃণমূল কর্মীদের টুঁটি চেপে.....', বিস্ফোরক বিজেপি বিধায়ক

Bankura | Amarnath Shakha: অমরনাথের কথাকে উড়িয়ে দিয়েছে তৃণমূল। তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি অরূপ চক্রবর্তীর এনিয়ে বলেন, বিজেপি বিধায়ক বুঝতে পেরেছেন লোক হবে না কলকাতার সভায় যা হোক একটা বলে বাজার গরম করতে হবে সেই কাজ উনি করছেন

Updated By: Nov 27, 2023, 11:39 AM IST
Bankura | Amarnath Shakha: 'কলকাতার সভায় যাওয়ার রাস্তা আটকালে তৃণমূল কর্মীদের টুঁটি চেপে.....', বিস্ফোরক বিজেপি বিধায়ক

মৃত্যুঞ্জয় দাস: একের পর এক বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ওন্দার বিজেপি বিধায়ক অমর নাথ শাখা। এবার ফের বিতর্কিত কথা বলে বিতর্কে জড়ালেন পদ্ম বিধায়ক। কলকাতার সভার পথে তৃণমূল তাদের পথ আটকালে তৃণমূল কর্মীদের টুঁটি ধরে গাড়িতে তুলে নিয়ে গঙ্গা জলে চুবানোর নিদান দিলেন বিজেপি বিধায়ক। বিধায়ক বুঝতে পেরেছেন কলকাতায় লোক হবে না তাই এইসব বলে বাজার গরম করছেন। পাল্টা কটাক্ষ তৃণমূলের।

আরও পড়ুন-বঙ্গোপসাগরে ফের ঘনাল নিম্নচাপ, কবে থেকে রাজ্যে হাওয়া বদল?

আগামী ২৯ নভেম্বর কলকাতায় সভা বিজেপির। সেই সভায় হাজির থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর। সেই সভা সফল করতে আসরে নেমেছে বিজেপি নেতৃত্ব। রবিবার সন্ধেয় এনিয়ে বাঁকুড়ার ওন্দা বিধানসভার পুঞ্চা শিবতলায় একটি প্রস্তুতি সভা করে দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চা। এই সভায় বক্তব্যে বিতর্কিত মন্তব্য করেন ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমর নাথ শাখা।

কী বলেন বিজেপি বিধায়ক? তিনি বলেন কলকাতার সভায় বিষ্ণুপুর থেকে ১৫ হাজার লোক নিয়ে যাব। কলকাতা যাবার পথে তৃণমূল যদি বাধা দেয়, আটকানোর চেষ্টা করে তাহলে তাদের টুঁটি ধরে গাড়িতে তুলে নিয়ে গঙ্গার জলে চুবাবেন। এখানেই থেমে থাকেননি অমর নাথ শাখা। তিনি আরও বলেন আপনার গালে এক চড় মারলে আপনি পালটা অন্য গালে এমন কামড়াবেন যাতে এতটা মাংস উঠে যায়। দলীয় কর্মী ও সমর্থকদের এমনই নিদান দিলেন বিজেপি বিধায়ক অমর নাথ শাখা
অন্যদিকে, অমরনাথের কথাকে উড়িয়ে দিয়েছে তৃণমূল। তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি অরূপ চক্রবর্তীর এনিয়ে বলেন, বিজেপি বিধায়ক বুঝতে পেরেছেন লোক হবে না কলকাতার সভায় যা হোক একটা বলে বাজার গরম করতে হবে সেই কাজ উনি করছেন।

ওই মন্তব্য নিয়ে অমরনাথকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কোনও উস্কানিমূলক কথা নয়। নবান্ন অভিযানের সময়ে আমাদের কর্মী-সমর্থকদের স্টেশনে মেরে ট্রেন থেকে নামানো হয়েছিল। সেখান থেকেই তাদের ঘর যেতে বাধ্য করা হয়েছিল। বিভিন্ন স্টেশনে পুলিস হানা দিয়েছিল, বাস থেকে আমাদের সমর্থকদের নামিয়ে দেওয়া হয়েছিল। আমাদের কর্মীদের মারধর করা হয়েছিল। আমাদেরও মারধর করা হয়েছিল। পুরনো দিনের ঘটনা আমরা ভুলে যানি। সব মনে আছে। তাই কর্মীদের আজ সচেতন করে দিলাম। এরা যা কিছু করতে পারে। রাজ্যজুড়ে এত চুরি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কখনও বলেছেন ও চোর! বরং তিনি তাদের পাশেই আছেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.