বিজেপি করলে প্রাণে মারার হুমকি, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

"ক্যানিংয়ে থাকতে হলে তৃণমূলের কথা মতো চলতে হবে। বিজেপি করলে প্রাণে মেরে দেওয়া হবে।"

Updated By: Jul 3, 2019, 11:14 AM IST
বিজেপি করলে প্রাণে মারার হুমকি, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন : বিজেপি করায় ঘরবাড়ি লুঠপাট করে ভাঙচুরের অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। অভিযোগের ভিত্তিতে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিজেপির অভিযোগ, শাসকদলের পক্ষ থেকে নিয়মিত তাদের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। শাসানো হচ্ছে। বিজেপি করলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বেশ কিছুদিন ধরেই এজিনিস চলছিল। এরপরই ক্যানিংয়ের রাজারলাট পাড়ায়  সরাসরি বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালায়  তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

অভিযোগ, জনা তিরিশেক তৃণমূল কর্মী আগ্নেয়াস্ত্র, রড, লাঠি, বাঁশ নিয়ে হামলা চালায় বিজেপি কর্মীদের বাড়িতে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ঘরবাড়ি লুঠপাট করে। ভাঙচুর চালায়। আরও অভিযোগ, হুমকি দেওয়া হয় তাঁদের। বলা হয়, "ক্যানিংয়ে থাকতে হলে তৃণমূলের কথা মতো চলতে হবে। বিজেপি করলে প্রাণে মেরে দেওয়া হবে।"

আরও পড়ুন, নাকা তল্লাশি এড়িয়ে চম্পট, পুলিসি তৎপরতায় দুর্ঘটনা থেকে বাঁচল হেলমেটবিহীন দুই যুবকের প্রাণ

এই ঘটনায় ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি। অভিযোগ পাওয়া পর ঘটনাস্থলে যায় ক্যানিং থানার পুলিস। বিজেপির অভিযোগের ভিত্তিতে, অভিযুক্ত এক তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিস।

.