Panchayat Election 2023: রায়গঞ্জে 'আক্রান্ত' তৃণমূল প্রার্থী, চলল গুলিও!
আহত অবস্থায় হাসপাতালে ভর্তি শাসকদলের প্রার্থী লোকেশ্বর বর্মন। হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
ভবানন্দ সিংহ: উলটপুরাণ! বিরোধীরা নয়, 'আক্রান্ত' এবার খোদ পঞ্চায়েতে তৃণমূল। চলল গুলিও! অভিযোগের তির বিজেপির দিকে। অভিযোগ অস্বীকার করেছে গেরুয়াশিবির। ঘটনাস্থল, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ।
৮ জুলাই একদফাতেই পঞ্চায়েত ভোট রাজ্যে। মনোনয়ন পর্ব শেষ। এখন চলছে স্ক্রুটিনি বা মনোনয়ন খতিয়ে দেখার কাজ। শুধু তাই নয়, স্ক্রুটিনিতে জেলায় জেলায় একাধিক আসনে 'জয়ী' তৃণমূল। কীভাবে? কোথাও বিরোধী প্রার্থীদের হুমকি, তো কোথাও আবার মনোনয়ন বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: Chandannagar: রাস্তায় ফেলে যুবককে বেধড়ক মার! দেখেও সাহায্য করলেন না কেউ....
জানা গিয়েছে, রায়গঞ্জ ২ নম্বর ব্লকে তৃণমূলের যুব সভাপতি লোকেশ্বর বর্মন। পঞ্চায়েত ভোটে প্রার্থী হয়েছেন তিনি। শনিবার প্রচারে বেরিয়েছিলেন লোকেশ্বর। তৃণমূল প্রার্থীর অভিযোগ, রাতের প্রচারে সেরে বাড়ি ফেরার পথে, স্থানীয় কুমারপাড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তাঁর উপর হামলা চালায় ৭-৮ জন দুষ্কৃতী। এমনকী, প্রাণে মেরে ফেলতে গুলিও চালানো হয়। বাইক ও গাড়িতে এসেছিল হামলাকারীরা।
আহত অবস্থায় ওই তৃণমূল প্রার্থী ভর্তি রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কেন এই হামলা? নেপথ্যে কারা? ঘটনার তদন্তে নেমেছে পুলিস।