ডোমকল পুরসভায় সৌমিক হোসেনের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূলই

পুরসভায় মোট ২১টি আসন। তার মধ্যে ১৩ জন কাউন্সিলর অনাস্থা এনেছেন। ফলে ডোমকলে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তৃণমূল পরিচালিত পুরবোর্ড। 

Updated By: Jul 1, 2019, 04:59 PM IST
ডোমকল পুরসভায় সৌমিক হোসেনের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূলই

নিজস্ব প্রতিবেদন: এবার মুর্শিদাবাদে বড় ধাক্কা খেল তৃণমূল। ডোমকল পুরসভায় তৃণমূল পরিচালিত পুর বোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনলেন দলেরই সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর। 

ডোমকলের পুরপ্রতিনিধিদের একাংশের দাবি। আকণ্ঠ দুর্নীতিতে ডুবে গিয়েছেন পুরপ্রধান সৌমিক হোসেন। স্বৈরাচারীর মতো পুরবোর্ড চালাচ্ছেন তিনি। পুরপ্রধান নাগরিকদের পরিষেবা দিতে ব্যর্থ। যার ফলে হয়রানির মুখে পড়ছে মানুষ। এর বিরোধিতায় অনাস্থা এনেছেন তাঁরা। 

হাসপাতালের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীর পর্যালোচনা বৈঠকের আগেই জামিন NRS-কাণ্ডে ৫ অভিযুক্তর

পুরসভায় মোট ২১টি আসন। তার মধ্যে ১৩ জন কাউন্সিলর অনাস্থা এনেছেন। ফলে ডোমকলে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তৃণমূল পরিচালিত পুরবোর্ড। 

তৃণমূল ক্ষমতায় আসার পর তৈরি হয়েছে ডোমকল পুরসভা। ২০১৭ সালে প্রথম নির্বাচন হয় সেখানে। বোর্ড গঠন করে তৃণমূল। 

.