একশো দিনের কাজের বকেয়া নিয়ে শাসকদলের গোষ্ঠীসংঘর্ষ, দুবরাজপুরে চলল গুলি
আহত হয়েছেন পাঁচজন। আহতদের মধ্যে এক মহিলাও রয়েছেন।
![একশো দিনের কাজের বকেয়া নিয়ে শাসকদলের গোষ্ঠীসংঘর্ষ, দুবরাজপুরে চলল গুলি একশো দিনের কাজের বকেয়া নিয়ে শাসকদলের গোষ্ঠীসংঘর্ষ, দুবরাজপুরে চলল গুলি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/06/20/197672-74309-work-26-12-16.jpg)
নিজস্ব প্রতিবেদন : একশো দিনের কাজের বকেয়া নিয়ে ঝামেলা। সাতসকালে বীরভূমের দুবরাজপুরে চলল গুলি। সংঘর্ষের জেরে আহত হয়েছেন ৫ জন।
একশোদিনের কাজের টাকা বাকি। সেই পাওনা টাকা নিয়েই বাঁধল গন্ডগোল। গন্ডগোলের জেরে চলল গুলি। বোমাবাজিও চলে বলে অভিযোগ। সংঘর্ষের জেরে রসুলপুর গ্রামে আহত হয়েছেন পাঁচজন। আহতদের মধ্যে এক মহিলাও রয়েছেন। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘটে বলে বলে অভিযোগ।
আরও পড়ুন, তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তেজনা কালীঘাটে, রাতভর থানা ঘেরাও
ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিস। আহতদের উদ্ধার করে পুলিস। আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয় দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে। পরে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় তাঁদের।