পঞ্চায়েত বোর্ড ঘিরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, বোমায় গুরুতর আহত পুলিস কর্তা
বোর্ড গঠন ঘিরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দুপক্ষের মধ্যে বোমাবাজি শুরু হয়।
নিজস্ব প্রতিবেদন: পঞ্চায়েত বোর্ড ঘিরে সংঘর্ষ। ব্যাপক বোমাবাজি, চলল গুলির লড়াই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে গুরুতর জখম হলেন এক পুলিস আধিকারিক। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচাতে। আহত পুলিস আধিকারিক তমলুক জেলা সদর হাসপাতালে চিকিত্সাধীন।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ফের ভেঙে পড়ল সেতু! এক মাসে তিনটে ব্রিজ বিপর্যয়
পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচাতে সোমবার পঞ্চায়েত বোর্ড গঠন ছিল। বোর্ড গঠন ঘিরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দুপক্ষের মধ্যে বোমাবাজি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নন্দকুমার থানার পুলিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বোমার আঘাতে গুরুতর আহত হন নন্দকুমার থানার সিআই তীর্থ ভট্টাচার্যের। গুরুতর আহত অবস্থায় তাঁকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিত্সা চলছে। পরে পুলিস বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: সকাল থেকেই অবরোধ, বিপর্যস্ত রেল পরিষেবা, বাতিল অনেক ট্রেন, আটকেও বহু
অন্যদিকে, খেজুরির দু নম্বর ব্লকের হলুদবাড়ি অঞ্চলেও বোর্ড গঠন ঘিরে সংঘর্ষ বাধে। সোমবার এখানেও বোর্ড গঠন ছিল। তৃণমূলের একক সংখ্যা গরিষ্ঠতা থাকা সত্ত্বেও মূলত প্রধান নির্বাচন করাকে কেন্দ্র করেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এদিন সকালেই ৯ সদস্যকে অপহরণ করা হয় বলে অভিযোগ। হলুদবাড়ি অঞ্চলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে লাঠিচার্জ করে পুলিস।