Bhangar: বৃদ্ধ ভাতা দেওয়ার নাম করে জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ TMC উপপ্রধানের বিরুদ্ধে
"সমস্ত অভিযোগ ভিত্তিহীন। ২ লক্ষ টাকার বিনিময় জমি কিনে নেওয়ার কথা হয়েছিল।"
প্রসেনজিৎ সরদার: বৃদ্ধ ভাতা দেওয়ার নাম করে জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপপ্রধান। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ে।
অভিযোগ, বৃদ্ধা উর্মিলা নস্করকে বৃদ্ধ ভাতা দেওয়ার নাম করে জমি রেজিস্ট্রি অফিসে নিয়ে যান স্থানীয় তৃণমূল উপপ্রধান নিত্য গোপাল মন্ডল। এরপর সেখানে নিয়ে গিয়ে জোর করে জমি লিখিয়ে নেওয়ার চেষ্টা করেন। হাতের পাঁচ-পাঁচ, ১০টা আঙুলের টিপসইও নেওয়া হয়। এরপরই খবর পেয়ে জমি রেজিস্ট্রি অফিসে তৎক্ষণাৎ যান ওই বৃদ্ধার আত্মীয়। তারপরই উপপ্রধানের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বৃদ্ধা ও তাঁর আত্মীয়। এমনই দাবি পরিবারের। এরপরই এই ঘটনায় উপপ্রধানের বিরুদ্ধে থানার দ্বারস্থ হন ওই বৃদ্ধা।
যদিও স্থানীয় উপপ্রধান নিত্য গোপাল মন্ডল দাবি করেছেন, "সমস্ত অভিযোগ ভিত্তিহীন। ২ লক্ষ টাকার বিনিময় জমি কিনে নেওয়ার কথা হয়েছিল। সেই কথা মতো আমি জমি লিখিয়ে নিচ্ছিলাম। তবে ওই বৃদ্ধার পরিবারের লোকজন আমাকে মারধর করে। কোনও বৃদ্ধ ভাতা দেওয়ার নাম করে জমি লিখে নেওয়া হচ্ছিল না। সমস্ত অভিযোগ মিথ্যা।" এই ঘটনায় ওই উপপ্রধানও বৃদ্ধা ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কাশীপুর থানায়।
আরও পড়ুন, Jalpaiguri: নারী সুরক্ষায় বিশেষ ব্যবস্থা পুলিসের, রাতের শহরে বিশেষ অভিযান উইনার্স স্কোয়াডের
CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রীকে একবার দেখার ইচ্ছে, সাইকেলে মালদহ থেকে কালীঘাটে ছোট্ট সায়ন্তিকা