সোদপুরে শুটআউট! তৃণমূল নেতাকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি
সোদপুর ট্রাফিক মোড়ের কাছে বাইকের রাস্তা আটকে দাঁড়ায় একটি স্করপিও গাড়ি।
নিজস্ব প্রতিবেদন : উতত্র ২৪ পরগনার সোদপুরে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। ৫ রাউন্ড গুলি চালানো হয়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা বর্তমানে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন।
আক্রান্ত তৃণমূল নেতা পরিতোষ দাস ঘোলা পূর্বাচলের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্মাণ শিল্পের ব্যবসা রয়েছে তাঁর। বয়স ৩২ বছর। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ রাতে খাবার কিনে, মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন পরিতোষ বাবু।
বাইকের পিছনে বসেছিলেন অভিজিৎ রায় নামে তাঁর এক বন্ধু। সেইসময় সোদপুর ট্রাফিক মোড়ের কাছে বাইকের রাস্তা আটকে দাঁড়ায় একটি স্করপিও গাড়ি।
আরও পড়ুন, তৃণমূলে বড় ভাঙন, আজই বিজেপিতে যোগ দিচ্ছেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং
অভিযোগ, গাড়ির ভিতরে ৩ জন ছিলেন। আরও ৩ জন যুবক বাইকে করে আসে। তারপরই পরিতোষ দাসকে লক্ষ্য করে ৫ রাউন্স গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় বাইক থেকে মাটিতে লুটিয়ে পড়েন পরিতোষবাবু। যদিও তাঁর পেছনে বসা অভিজিৎ রায় বেঁচে যান। সঙ্গে সঙ্গেই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরিতোষ দাসকে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিত্সাধীন তিনি।
আরও পড়ুন, আগামী চার দিন রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস!
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই তৃণমূল নেতার বুকে, হাতে সহ শরীরে ৩ জায়গায় গুলি লেগেছে। হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস। তবে কে বা কারা ওই তৃণমূল নেতার উপর হামলা চালাল, সে সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই হামলা।