বহরমপুরে সাত সকালে গুলিতে খুন তৃণমূল নেতা, দলীয় কোন্দলকেই দায়ী করল পরিবার

বহরমপুর লাগোয়া গোয়ালজান পঞ্চায়েতের মুসুরিডাঙা গ্রামের বাসিন্দা নাজিমুলকে লক্ষ্য করে গুলি চালায় এক আততায়ী। সেই সময় স্কুটারে করে ঘাটের দিকে যাচ্ছিলেন তিনি। গুলি লাগলে লুটিয়ে পড়েন নাজিমুল।

Updated By: Feb 25, 2019, 04:24 PM IST
বহরমপুরে সাত সকালে গুলিতে খুন তৃণমূল নেতা, দলীয় কোন্দলকেই দায়ী করল পরিবার

নিজস্ব প্রতিবেদন: ফের গুলিতে খুন তৃণমূল নেতা। এবার মুর্শিদাবাদের বহরমপুরে। সোমবার সকাল ৯.৩০ মিনিট নাগাদ বাড়ি থেকে নদীর ঘাটে যাওয়ার পথে নাজিমুল হক নামে ওই তৃণমূল নেতাকে গুলি করে দুষ্কৃতীরা। 

বহরমপুর লাগোয়া গোয়ালজান পঞ্চায়েতের মুসুরিডাঙা গ্রামের বাসিন্দা নাজিমুলকে লক্ষ্য করে গুলি চালায় এক আততায়ী। সেই সময় স্কুটারে করে ঘাটের দিকে যাচ্ছিলেন তিনি। গুলি লাগলে লুটিয়ে পড়েন নাজিমুল। মৃত্যু নিশ্চিত করতে তখন তাঁকে লক্ষ্য করে আরও কয়েকটি গুলি চালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত নাজিমুলকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। 

বর্ধিত কোর কমিটির বৈঠকে দলের ভাঙন রুখতে মরিয়া মমতা

পরিবারের দাবি, তৃণমূলের ২ গোষ্ঠীর লড়াইয়ে বলি হয়েছেন নাজিমুল। সম্প্রতি রাজীব হোসেনের গোষ্ঠী ছেড়ে সৌমিক হোসেনের গোষ্ঠীতে যোগ দিয়েছিলেন তিনি। তার জেরেই গুলি করে খুন করা হল তাঁকে। তবে কে গুলি চালাল তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিস। 

.