কোচবিহারে বিজেপির ছোড়া ইঁটে মাথা ফাটল তৃণমূল নেতার
হাতাহাতি ও ইঁটের ঘায়ে বেশ কয়েকজন তৃণমূল সমর্থক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মাথাভাঙা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: ভোটের জন্য নিরাপত্তা যতই আঁটোসাঁটো হোক না কেন কোচবিহারে রাজনৈতিক সংঘর্ষ থামার নাম নেই। রবিবার সন্ধ্যায় সেখানে বিজেপির মারে মাথা ফাটল এক তৃণমূল নেতার। ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল সমর্থক আহত হয়েছেন।
রবিবার সন্ধ্যায় কোচবিহারের শীতলকুচিতে তৃণমূল - বিজেপি সংঘর্ষ বাধে। তৃণমূলের অভিযোগ, তাদের মিছিলে প্রথম হামলা চালায় বিজেপি। বিজেপির ছোড়া পাথরে মাথা ফাটে তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি সুশীল বর্মনের। পালটা হামলা চালায় তৃণমূলও।
হাতাহাতি ও ইঁটের ঘায়ে বেশ কয়েকজন তৃণমূল সমর্থক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মাথাভাঙা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
PAN - আধার সংযোগ করার সময়সীমা আরও ৬ মাস বাড়াল কেন্দ্রীয় সরকার
তৃণমূলের মিছিলে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, বিজেপির ওপর হামলা চালিয়েছে তৃণমূল। তখনই নিজেদের কর্মীর ছোড়া ইটে আহত হয়েছেন তৃণমূলের বুথ সভাপতি।