Burdwan Suicide: তৃণমূলের জয়ের পর বাড়ি গিয়ে 'হুমকি' জয়ী কাউন্সিলরের, ঘরে মিলল অষ্টাদশীর ঝুলন্ত দেহ!
বর্ধমান পুরসভার (Burdwan Municipality) ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই তরুণীকে ঝুলন্ত অবস্থায় (Suicide) বুধবার সন্ধ্যায় বাড়ি থেকেই উদ্ধার করা হয়। এই ঘটনায় মৃতার পরিবার দলেরই জয়ী কাউন্সিলরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন।
নিজস্ব প্রতিবেদন : তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এক তরুণীর আত্মঘাতী (Suicide) হওয়ার অভিযোগ উঠল বর্ধমানে (Burdwan)। এই ঘটনায় ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিস। মৃতার নাম তুহিনা খাতুন। বয়স ১৮ বছর।
জানা গিয়েছে, বর্ধমান পুরসভার (Burdwan Municipality) ২৭ নম্বর ওয়ার্ডের বাবুরবাগ মসজিদ সংলগ্ন নতুনপল্লি এলাকায় বাড়ি ওই তরুণীর। বুধবার সন্ধ্যায় বাড়ি থেকেই ঝুলন্ত অবস্থায় (Suicide) উদ্ধার করা হয় তুহিনা খাতুন নামে ওই তরুণীকে। উদ্ধারের পর তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই তুহিনাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। এই ঘটনায় মৃতার পরিবার দলেরই জয়ী কাউন্সিলরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন।
মৃতার পরিবারের দাবি, তাঁরা তৃণমূল কংগ্রেসের (TMC) সমর্থক। তাঁরা ২৭ নম্বর ওয়ার্ডের জয় হিন্দ বাহিনীর সভাপতি মুক্তার মিঞাঁর অনুগামী। এই মুক্তার মিঞাঁ ২৭ নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল কাউন্সিলর বসির আহমেদের বিপক্ষ গোষ্ঠী। সেই কারণেই বুধবার জয়ের পর বসির আহমেদ তুহিনার বাড়িতে এসে হুমকি দিয়ে যায়। তার জেরেই আত্মঘাতী হয়েছেন তুহিনা। যদিও অভিযোগ অস্বীকার করেন বসির আহমেদ।
এই বিষয়ে ডিএসপি হেড কোয়ার্টার অতনু ঘোষাল জানিয়েছেন, এই ঘটনায় বেশ কয়েকজনের নামে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়। তারমধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিস। মৃতার দেহের ময়নাতদন্ত করা হবে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস।
Newtown: খাটের উপর দুপাশে পড়ে ছেলে ও মেয়ের মৃতদেহ, মাঝখানে থাকত মা!