Bankura: লাল মাটির জঙ্গলে জল-নুন-ছোলা-গুড় নিয়ে 'হরিণের জন্য একক'!

Bankura: লাল মাটির জেলা বাঁকুড়া জুড়ে লাল সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। কেউই দিনের বেলায় রাস্তায় বেরোচ্ছেন না। যতদূর সম্ভব কাজকর্ম তাঁরা আগেই সেরে ফেলছেন। তীব্র তাপপ্রবাহে নাজেহাল জনজীবন।

Updated By: Apr 25, 2024, 02:41 PM IST
Bankura: লাল মাটির জঙ্গলে জল-নুন-ছোলা-গুড় নিয়ে 'হরিণের জন্য একক'!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লাল মাটির জেলা বাঁকুড়া জুড়ে লাল সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। কেউই দিনের বেলায় রাস্তায় বেরোচ্ছেন না। যতদূর সম্ভব কাজকর্ম তাঁরা আগেই সেরে ফেলছেন। তীব্র তাপপ্রবাহে নাজেহাল জনজীবন।

আরও পড়ুন: Malbazar: অজ্ঞাতবাস ছেড়ে মূর্তিতে স্বমূর্তিতে হাজির! আর হঠাৎই 'কালী'-দর্শনে উল্লসিত পর্যটকদল...

তীব্র তাপপ্রবাহে নাজেহাল বন্য পশুরাও। নাজেহাল বাঁকুড়ার জয়পুর জঙ্গলের হরিণেরাও। বাঁকুড়ার জয়পুর জঙ্গলে এই মুহূর্তে প্রায় ৩৫০-য়েরও বেশি হরিণ রয়েছে। গরমে তাদেরও অবস্থা অত্যন্ত সঙ্গিন। 

সেই হরিণকুলের কথা চিন্তা করে এবং সামগ্রিক ভাবে বন্যপ্রাণীদের কথা মাথায় রেখে জয়পুর বন দফতর নিল বিশেষ ব্যবস্থা। জয়পুর বন দফতরের পক্ষ থেকে বন্যপ্রাণীদের তীব্র গরমের হাত থেকে বাঁচার জন্য জয়পুর জঙ্গল জুড়ে একাধিক জায়গায় রাখা হল খাদ্য ও পানীয়। বনের ভিতরে বিভিন্ন পয়েন্টে সিমেন্টের পাত্রে দেওয়া হল ঠান্ডা পানীয় জল, কাঁচা ছোলা, বিটনুন ও গুড়।

আরও পড়ুন: Allyson Felix: 'নাইকে'র চোখে চোখ রেখে লড়ে মহিলা ক্রীড়াবিদদের জন্য তৈরি করলেন সুরক্ষা-বলয়...

বন দফতরের দাবি, জঙ্গলে বিভিন্ন জায়গায় বন্যপ্রাণীদের জল খাওয়ার জন্য একাধিক ডোবা কেটে রাখা হয়েছিল। তবে, তীব্র দাবদাহে সেসব শুকিয়ে গিয়েছে। এদিকে এই তীব্র গরমে মানুষজন যেমন নাজেহাল হয়ে পড়ছেন তেমনই নাজেহাল হয়ে পড়তে পারে বন্য প্রাণীরাও। তাদের কথা ভেবেই বন্যপ্রাণী এবং হরিণের সুরক্ষার জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে জয়পুর বনবিভাগের পক্ষ থেকে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.