আগামীকাল পিকের সঙ্গে তৃণমূলের ৩ শীর্ষ নেতৃত্বের বৈঠক হাওড়ায়
হুগলির পরে হাওড়াতেও শীর্ষ নেতৃত্বের মতবিরোধ মেটানোর চেষ্টা
নিজস্ব প্রতিবেদন: হাওড়ায় তৃণমূলের অভ্যন্তরীণ আবহাওয়া বেশ কিছু দিন ধরেই উষ্ণ হয়ে রয়েছে। সেই গরমে এ বার জল ঢালার উদ্যোগ নিল তৃণমূল।
হাওড়ায় দায়িত্ব রদবদলের পর বেশ কিছু জায়গা থেকেই ক্ষোভের আঁচ আসছিল। জুলাই নাগাদ অরূপ রায়ের স্থলাভিষিক্ত হন লক্ষ্মীরতন শুক্ল। আর তার পর থেকেই শোনা যাচ্ছিল অরূপ রায় দলীয় নেতৃত্বের ওপর ক্ষুব্ধ হয়ে রয়েছেন। এ দিকে রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়েও নেতিবাচক আলোচনা শোনা যাচ্ছিল।
হাওড়ায় নতুন যে ব্লক কমিটি গঠিত হয়েছে সেখানেও নানাজনের আশা-নিরাশাজনিত ক্ষোভ-বিক্ষোভের মৃদু আঁচ ইতিউতি উঁকি দিচ্ছে। সব মিলিয়ে ভোটের আগে পরিস্থিতি খুব অনুকূল নয়। হাওড়ার সংগঠনে তাই নতুন উদ্দীপনা আনাটা দরকার মনে করছে তৃণমূল নেতৃত্ব।
সেই মতো, আগামীকাল, শনিবার তিন হেভিওয়েট নেতার সঙ্গে বৈঠক করবেন পিকে। গতকাল অবশ্য পিকে আলাদা করে বৈঠক করেছেন অরূপের সঙ্গে।
আরও পড়ুন: তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে দাউ দাউ করে জ্বলছে দিনহাটা, রাস্তায় মাঝেই আহত হয়ে পড়ে কর্মীরা