Jalpaiguri | Luxury cars: টোটোর ভোল বদলে বিলাসবহুল জিপ, রাস্তায় ধরল পুলিস...

Luxury car: রাস্তায় ঘুড়ছে পুরনো আমলের বিলাসবহুল গাড়ি। ময়নাগুড়ি শহরে ট্রাফিক পুলিসের নজরে আসতেই আটক করে পুলিস, রাখা হয় থানাতেই...

Updated By: Feb 18, 2025, 01:55 PM IST
Jalpaiguri | Luxury cars:  টোটোর ভোল বদলে বিলাসবহুল জিপ, রাস্তায় ধরল পুলিস...

প্রদ্যুৎ দাস: টোটোর ভোল পাল্টে পুরনো আমালের বিলাসবহুল জিপগাড়ির রূপ দিয়ে বেআইনিভাবে রাস্তায় চলাচলে ময়নাগুড়ি ট্রাফিক পুলিস আটক করল গাড়িটিকে। অনুষ্ঠানে আর ভাড়া দেওয়া হল না এই বিলাসবহুল টোটোকে। এদিকে আটক করা টোটোতেই ছবি তুলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পোস্ট পুলিসের।

আরও পড়ুন: Mal Bazar: মালবাজারের চা বাগানে ফের চিতাবাঘের হানা! আক্রান্ত ২...

টোটোকে মডেল বদল করে বানানো হল দুরন্ত পুরনো আমলের বিলাসবহুল গাড়ি। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরে ট্রাফিক পুলিসের নজরে আসতেই আটক করে সোজা ময়নাগুড়ি থানায় নিয়ে আসা হয়। জানা যায়, ময়নাগুড়ির এক ব্যক্তি এই গাড়ি নিয়েই ময়নাগুড়ি শহর দিয়ে যাচ্ছিল। সেই সময় চোখে পড়ে ময়নাগুড়ি থানার ট্রাফিক পুলিসের। পুলিস, গাড়িতে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন এই গাড়িটি তৈরি করা হয়াছে একটি টোটোর ভোল পাল্টে। হুটখোলা এই গাড়িটি তৈরি করা হয়েছে, পুরনো দিনের বিলাসবহুল গাড়িকে নকল করে। 

আরও পড়ুন: West Bengal News LIVE Update: কালীঘাটের কাকু-র অন্তবর্তী জামিন মঞ্জুর, শর্তসাপেক্ষে জেলমুক্তি আজই....

প্রশঙ্গত, বিয়ে বাড়িতে ভাড়া দেওয়ার উদ্দেশ্যেই এই গাড়িটি বানানো হয়েছে। পরে অবশ্য পুলিস এই গাড়িটিকে আটক করে ময়নাগুড়ি থানায় নিয়ে আসে। ময়নাগুড়ি থানার পুলিস এই গাড়িটিকে পুলিস হেফাজতে নেয়। পরবর্তীতে এই গাড়ি সম্বন্ধে জানতে মোটর ভিকেলসে যাবেন বলে জানা যাচ্ছে। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, যদি পরিবহন দপ্তর থেকে এই ধরনের গাড়ি বানানোর ক্ষেত্রে কোন আইনি জটিলতা থাকে তবে এই গাড়ির মালিককে খুঁজে বের করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। যদিও এই গাড়িটির কোন চালককে পাওয়া যায়নি বলে জানাচ্ছে পুলিস, চালকের খোঁজ চালাচ্ছে তাঁরা। যদিও সূত্র মারফত জানা যায় গাড়িটি বিয়ে বাড়িতে ভাড়া এবং রিসোর্টে ভাড়া দেওয়ার জন্যই বানানো হয়েছিল।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.