হেরিটেজ তকমা বাঁচাতে ফের চালু টয় ট্রেন, আপাতত সফর শিলিগুড়ি থেকে সুকনা

Updated By: Oct 17, 2017, 03:56 PM IST
হেরিটেজ তকমা বাঁচাতে ফের চালু টয় ট্রেন, আপাতত সফর শিলিগুড়ি থেকে সুকনা

নিজস্ব প্রতিনিধি: উত্তেজনার আঁচ এখনও রয়ে গিয়েছে। গুরুংবাহিনীর হাতে পুলিস কর্মীর মৃত্যুতে আবারও নতুন করে তপ্ত হচ্ছে পাহাড়। কিন্তু তারই মধ্যে এক অনন্য প্রয়াস। পাহাড়ে ঘুরতে যাওয়ার আকর্ষণ টয়ট্রেনের হেরিটেজ তকমা বাঁচাতে উদ্যোগ নিল প্রশাসন। শিলিগুড়ি থেকে সুকনা পর্যন্ত ফের পরীক্ষামূলকভাবে টয়ট্রেন চালানোর ব্যবস্থা নেওয়া হল। সৌজন্যে ডিএইচআর কর্তৃপক্ষ। উদ্দেশ্য একটাই, পাহাড়ের এই বিশেষ আকর্ষণ যেন কোনওভাবেই ইউনেসকোর দেওয়া ওয়ার্ল্ড হেরিটেজ তকমা না হারায়।

গোর্খাল্যান্ড ইস্যুতে গত কয়েক মাস ধরেই উত্তপ্ত পাহাড়ের পরিস্থিতি। বিভিন্ন সময়ে রাজনৈতিক লড়াইয়ের আঁচ গিয়ে পড়েছে সরকারি সম্পত্তির উপর। জ্বালিয়ে দেওয়া হয়েছে টয়ট্রেনের বেশ কিছু স্টেশন। স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যায় টয়ট্রেন চলাচল। ব্যাপক ক্ষতির মুখে পড়ে ডিএইচআর কর্তৃপক্ষও। টয়ট্রেনে চেপে দুলকি চালে হিমশৈলের কোলে ঘুরে বেরানোর টানেই প্রতিবছর কয়েক হাজার পর্যটক যান পাহাড়ে। টয়ট্রেন বন্ধ থাকার ফলে পর্যটন শিল্পেও ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছিল। সবচেয়ে বড় কথা, দিনের পর দিন বন্ধ থাকার ফলে হেরিটেজ তকমা হারাতে পারে টয়ট্রেন, এমনটাই মনে করছিলেন প্রশাসনিক আধিকারিকরা। তাই নড়েচড়ে বসল প্রশাসন। শিলিগুড়ি থেকে সুকনা পর্যন্ত টয়ট্রেন চালানো ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএইচআর সূত্রে জানা গিয়েছে, পাহাড়ে পরিস্থিতি স্বাভাবিক হলেই আগামী মাস থেকে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেন চলবে।    

.