ছেলেধরা সন্দেহে বিবস্ত্র করে ‘মার’দুই মহিলাকে

অন্যদিকে, মাইক্রো ফিনান্সের অফিস থেকে টাকা তুলতে গিয়ে একই কারণে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন ৪ মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিস তাঁদের উদ্ধার করে।

Updated By: Jul 23, 2018, 06:24 PM IST
ছেলেধরা সন্দেহে বিবস্ত্র করে ‘মার’দুই মহিলাকে

নিজস্ব প্রতিবেদন:  ছেলেধরা সন্দেহে ২ মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ির বারোঘড়িয়ার এলাকায়।

আরও পড়ুন: স্কুলে পাশ-ফেল প্রথা ফেরানোর ভাবনা রাজ্য সরকারের

গ্রামের রাস্তায় ইতঃস্তত ঘুরে বেড়াচ্ছিলেন দুই মহিলা। দেখে হয় গ্রামবাসীদের। ছেলেধরা সন্দেহে তাঁদের ঘিরে ধরেন গ্রামবাসীরা। একাধিক প্রশ্নও করেন। কিন্তু দুই মহিলার কাছ থেকে কোনও সদুত্তর না পেয়ে সন্দেহ আরও গাঢ় হয়। কেবল সন্দেহের বশেই ওই দুই মহিলার ওপর হামলা চালায় গ্রামবাসীরা। বিবস্ত্র করে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। পরে ধূপগুড়ি থানার পুলিস গিয়ে তাঁদের উদ্ধার করে।

আরও পড়ুন: লড়াই সার্থক! অবশেষে কাটল মেডিক্যাল জট

অন্যদিকে, মাইক্রো ফিনান্সের অফিস থেকে টাকা তুলতে গিয়ে একই কারণে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন ৪ মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিস তাঁদের উদ্ধার করে।

আরও পড়ুন: বিছানায় মিলল বাবা-মায়ের রক্তাক্ত দেহ, পাশে ঘুমাচ্ছে ২ সন্তান

সম্প্রতি হোয়াটস্অ্যাপে একটি  সতর্কতামূলক অডিও ম্যাসেজ ছড়ানো হয়েছিল ধূপগুড়ি ব্লক প্রশাসনের পক্ষ থেকে। গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। প্রশাসনের তরফে এত প্রচারের পরও যে গ্রামবাসীরা মধ্যে তার প্রভাব পড়েনি, তার ফের প্রমাণ মিলল সোমবার। অতি সম্প্রতি ছেলেধরা সন্দেহে জলপাইগুড়িতে একাধিক গণপিটুনির ঘটনা ঘটেছে। তাতে উদ্বিগ্ন পুলিস-প্রশাসন।

 

.