পাঁশকুড়া দুর্ঘটনায় সাসপেন্ড বালিচক লোকালের মোটরম্যান
নিজস্ব প্রতিবেদন: পাঁশকুড়ায় দু'টি ট্রেনের সংঘর্ষের ঘটনায় বালিচক লোকালের চালককে সাসপেন্ড করল রেল। আগেই সংবাদমাধ্যকে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছিলেন, সিগনাল লাল থাকা সত্বেও এগিয়ে গিয়ে মেদিনীপুর লোকালকে ধাক্কা মারে বালিচক লোকাল। রবিবার দুপুরে এই ঘটনায় ১০ জন যাত্রী আহত হয়েছেন।
আরও পড়ুন - একই লাইনে দুটি ট্রেন, একটি লোকালের পিছনে ধাক্কা আরেকটি লোকালের
প্রাথমিক তদন্তের পর দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় বিশ্বাস জানিয়েছেন, ওই সময় অটোমেটিক সিগনাল ব্যবস্থায় ক্ষীরাই ও পাঁশকুড়া স্টেশনের মধ্যে হাওড়ামুখী লাইনে পর পর দাঁড়িয়ে ছিল ট্রেন। বালিচক লোকালের সামনে লাল সিগনাল থাকলেও তা অগ্রাহ্য করে এগিয়ে যান বালিচক লোকালের চালক। এর ফলেই মেদিনীপুর লোকালের পিছনে সরাসরি ধাক্কা মারে ট্রেনটি। এদিন দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন হাওড়ার বিভাগীয় রেল আধিকারিক। কেন বালিচক লোকালের চালক বিধি ভেঙে লাল সিগনাল অতিক্রম করলেন তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।