ভিডিয়ো: এ মেরে ওয়াতন থেকে প্যার কা নগমা- রানাঘাটের ভবঘুরের কণ্ঠে লতা মঙ্গেশকর
লতা মঙ্গেশকরের 'এক প্যার কা নগমা হ্যায়' গানটি অবলীলায় গাইছেন ভবঘুরে ওই মহিলা।
নিজস্ব প্রতিবেদন: গানের প্রথাগত শিক্ষা আছে কিনা, তার ঠিক নেই। নিয়ম করে চর্চাও করেন না। এমনকি থাকা-খাওয়ারও কোনও ব্যবস্থা নেই। কিন্তু কণ্ঠে সরস্বতী। রাণাঘাটে স্টেশনের এক মহিলার গানই এখন ভাইরালে অন্তর্জালে।
লতা মঙ্গেশকরের 'এক প্যার কা নগমা হ্যায়' গানটি অবলীলায় গাইছেন ভবঘুরে ওই মহিলা। রানাঘাট স্টেশনের যাত্রীদের এমন দৃশ্যের সঙ্গে গা সওয়া হয়ে গিয়েছে। লতা মঙ্গেশকর, লতা মঙ্গেশকর, তাঁর মতো হওয়া সম্ভব নয়। তাঁর গাওয়া গান গাইতে গেলেও বাঘা বাঘা গায়িকার ঘাম ছুটে যায়। সেখানে অবলীলায় এক প্যার কা নগমা হ্যায় গানটি গাইছেন ওই মহিলা। আর সুর, তাল তো রীতিমতো চমকে দেওয়ার মতো।
কোনওরকম বাদ্যযন্ত্র ছাড়া খালি গলায় এমন গানই দাপিয়ে বেড়াচ্ছে ইন্টারনেটে। প্রচুর মানুষ দেখে ফেলেছেন। আর সকলেই থ হয়ে যাচ্ছেন। এক কথায়, অনবদ্য। এক যাত্রী জানালেন, কারও গান শোনার আবদার ফেরান না ওই মহিলা।
১৯৭২ সালে মুক্তি পেয়েছিল 'শোর'। ছবিতে সংগীত দিয়েছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন মনোজ কুমার, নন্দা ও মাস্টার সত্যজিত্। ছবিতে জনপ্রিয় লতার কণ্ঠে গাওয়া 'এক প্যার কা নগমা হ্যায়' গানটি।
আরও পড়ুন- জাতীয় সংগীত হিসেবে রবীন্দ্রনাথের গান না-পসন্দ নোবেলের