আস্থা ফেরাতে মাংস কাটার ভিডিও রেকর্ডিং হবে রাজ্যজুড়ে সরকারি আউটলেটে

ভাগাড়কাণ্ডের জেরে রাজ্যের মানুষের মনে মাংস নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। তার প্রভাব পড়েছে মাংস বিক্রিতে। এই পরিস্থিতিতে রাজ্যের মানুষের মনে আস্থা ফেরাতে অভিনব উদ্যোগ নিল প্রাণিসম্পদ দফতর।

Updated By: May 26, 2018, 06:52 PM IST
আস্থা ফেরাতে মাংস কাটার ভিডিও রেকর্ডিং হবে রাজ্যজুড়ে সরকারি আউটলেটে

নিজস্ব প্রতিবেদন : ভাগাড়কাণ্ডের জেরে রাজ্যের মানুষের মনে মাংস নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। তার প্রভাব পড়েছে মাংস বিক্রিতে। এই পরিস্থিতিতে রাজ্যের মানুষের মনে আস্থা ফেরাতে অভিনব উদ্যোগ নিল প্রাণিসম্পদ দফতর।

রাজ্যের সরকারি সব আউটলেটে মাংস কাটার ভিডিও রেকর্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে প্রাণিসম্পদ দফতর। রেকর্ডিং করা হবে মাংস প্যাকেজিংয়েরও। এইসব ভিডিও-ই রাখা থাকবে সরকারি আউটলেটে। মানুষ চাইলে এই ভিডিওগুলি নিয়ে দেখতেও পারবেন। উল্লেখ্য, খাস কলকাতায় এরকম সরকারি আউটলেটের সংখ্যা ৪২। সারা রাজ্যে ছড়িয়ে রয়েছে আরও অসংখ্য সরকারি আউটলেট।

প্রাণিসম্পদ দফতরের তরফে জানানো হয়েছে, চলতি মাসেই শুরু হয়ে যাবে এই ভিডিও রেকর্ডিং ব্যবস্থা। সাধারণ মানুষের মনে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। এরফলে বিক্রিবাটায় মন্দা আসবে না বলে আশা প্রাণিসম্পদ দফতরের।

আরও পড়ুন, প্রেমের ৬ বছর পর আর পছন্দ নয় প্রেমিকাকে, ফেসবুকে 'নগ্ন' ছবি ছড়াল প্রেমিক

প্রসঙ্গত, ইতিমধ্যেই মাংস সংক্রান্ত অভিযোগ জানানেোর জন্য একটি টোল ফ্রি ও হোয়াটসঅ্যাপ নম্বর চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এই নম্বর ২টিতে যোগাযোগ করে মাংস সংক্রান্ত যেকোমও অভিযোগ সরাসরি জানাতে পারবে সাধারণ মানুষ। আরও পড়ুন, পচা, বাসি মাংস? অভিযোগ জানান সরাসরি হোয়াটসঅ্যাপ করে

.