দেশের মধ্যে সহ বাংলাদেশের সঙ্গেও জলপথ পরিবহন ২ বছরের মধ্যে

ফরাক্কা ব্যারেজে লকগেট তৈরির কাজ চলছে। চার থেকে পাঁচ মাসের মধ্যে তা সম্পূর্ণ হবে যাবে।

Updated By: Dec 26, 2020, 06:57 PM IST
দেশের মধ্যে সহ বাংলাদেশের সঙ্গেও জলপথ পরিবহন ২ বছরের মধ্যে

নিজস্ব প্রতিবেদন : ফরাক্কা থেকে হলদিয়া অথবা সুন্দরবন। হলদিয়া থেকে বেনারস অথবা উত্তর-পূর্ব ভারতের জলপথে যোগাযোগ ব্যবস্থা চালু হবে শীঘ্রই। এমনই পরিকল্পনার কথা জানালেন কেন্দ্রীয় জলসম্পদ ও জাহাজ বন্দর দফতরের মন্ত্রী মানসুখ এল মানডাভিয়া।

তিনি জানান, শুধু এই দেশের মধ্যে জলপথ ব্যবস্থা নয়। বাংলাদেশের সাথেও গড়ে উঠবে জলপথ পরিবহন ব্যবস্থা। এমন পরিকল্পনার কাজও শুরু হয়ে গিয়েছে। ফরাক্কা ব্যারেজে লকগেট তৈরির কাজ চলছে। চার থেকে পাঁচ মাসের মধ্যে তা সম্পূর্ণ হবে যাবে। আর আগামী দুই বছরের মধ্যে এই জলপথ পরিবহন ব্যবস্থা বাস্তব রূপ পাবে। তিনি আরও জানান সড়কপথ, রেলপথ ও আকাশপথে যেমন পণ্যসামগ্রী থেকে যাত্রীদের চলাচলের ব্যবস্থা রয়েছে। তেমনি জলপথেও কেন্দ্রীয় সরকার এমন পরিবহন ব্যবস্থা শুরু করার উদ্যোগ নিয়েছে। 

এর পাশাপাশি নদীর তীরবর্তী বেশ কিছু এলাকায় পর্যটন কেন্দ্র গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে। তা নিয়ে সমীক্ষার কাজও শুরু হয়েছে। গঙ্গা নদীর দূষণ কমানোর জন্য বিবিধ উদ্যোগ নেওয়া হয়েছে। এমনটাই জানান মানসুখ এল মানডাভিয়া।

আরও পড়ুন, পড়শি ৪ বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা প্রৌঢ়ের, অভিযুক্তের 'TMC যোগ' ওড়াল দল

Naihati-তে শুটআউট, জুটমিলের পিছনে যুবককে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের

.