টানা বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ি

Updated By: Aug 12, 2017, 12:45 PM IST
টানা বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ি

ওয়েব ডেস্ক: টানা বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ি । গতকাল সন্ধের পর থেকে নাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন শহরের সবকটি ওয়ার্ড। হাঁটু জল পেরিয়েই সারতে হচ্ছে বাজারহাট, অফিসকাছারি। জলের তোড়ে ভেঙে গেছে জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের দেওয়াল। জল বেড়েছে করালা, পাঙ্গা নদীতে। রাতভর বৃষ্টির জেরে তিস্তার অসংরক্ষিত এলাকায় জারি হয়েছে হলদু সংকেত। দোমোহনী থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় জারি হয়েছে হলুদ সংকেত। পাশাপাশি ভূটানে টানা বৃষ্টিতে জলঢাকা নদীর সংরক্ষতি এলাকাতেও জারি হয়েছে হলুদ সংকেত। এমনটাই জানানো হয়েছে সেচ দফতর সূত্রে। আজও সকাল থেকে আকাশের মুখ ভার। হয়ে চলেছে টানা বৃষ্টি ।

লাগাতার ভারী বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির পূর্বাভাস

চিংড়ি মাছ ধরতে গিয়েই কি মৃত্যু হল সাঁতার প্রশিক্ষকের?

.