Weather Update: ফের দুর্ভোগ, সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে শুরু হতে পারে বৃষ্টি
পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে
নিজস্ব প্রতিবেদন: মাত্র কয়েকদিন আগেই রেহাই মিললেও সপ্তাহের মাঝামাঝি ফের ভোগাতে পারে বৃষ্টি। এমনটাই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর।
আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আগামী তিন দিন অর্থাত্ বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে। পরদিন বৃষ্টির পরিমাণ বাড়বে।
পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ।
আরও পড়ুন-হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর
আাগামী ৪ তারিখ উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি শুরু হবে ৩ তারিখ থেকেই। উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে ৫ তারিখ থেকে। পরের দিন অর্থাত্ ৬ ফেব্রুয়ারি আকাশ পরিষ্কার হয়ে যাবে। রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পংয়ের মতো জেলায় ঘন কুয়াশা ও বৃষ্টির কারণে ধসের সম্ভাবনা রয়েছে।