WB Assembly Election 2021: নন্দীগ্রামে গৃহবধূর ধর্ষণ, নিমতায় বৃদ্ধার মৃত্যু, বাংলায় নারী সুরক্ষা নিয়ে সরব শাহ

এ দিন পরপর দু-ঘটনাকে সামনে দাঁড় করিয়ে বাংলার নারী সুরক্ষা নিয়ে কার্যত প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।  

Updated By: Mar 30, 2021, 03:20 PM IST
WB Assembly Election 2021: নন্দীগ্রামে গৃহবধূর ধর্ষণ, নিমতায় বৃদ্ধার মৃত্যু, বাংলায় নারী সুরক্ষা নিয়ে সরব শাহ
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামে শেষবেলার প্রচারেও অমিত শাহের মুখে নিমতা ইস্যু। মঙ্গলবার শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড শো করেন শাহ। সেখানে তিনি বিজেপি কর্মীর গোপাল মজুমদারের মায়ের মৃত্যুতে মমতার কাছে জবাবদিহি দাবি করেন। পাশাপাশি বিজেপি কর্মীর স্ত্রী-র ধর্ষণের প্রসঙ্গও টানেন অমিত শাহ। বলেন, মমতা দিদির এলাকার ১ কিলোমিটারের মধ্যেই এমন ঘটনা কীভাবে ঘটল।' এ দিন পরপর দু-ঘটনাকে সামনে দাঁড় করিয়ে বাংলার নারী সুরক্ষা নিয়ে কার্যত প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।  

আগামী ১ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ। হাইভোল্টেজ নির্বাচনের হটসিট নন্দীগ্রামে ওই দিনেই ভোট। আজ সেখানেই লাস্ট ল্যাপের প্রচারে নেমেছেন শাহ-মমতা। আজ রাজ্যে ফের ভোটপ্রচারে এসেছেন অমিত শাহ। নন্দীগ্রাম, ডেবরা, পাঁশকুড়া এবং ডায়মন্ড হারবার মিলিয়ে মোট চারটি রোড শো করছেন তিনি।

আজ মঙ্গলবার মমতার উপস্থিতিতেই নন্দীগ্রামে রয়েছেন অমিত শাহ। দ্বিতীয় দফার ভোটের শেষ দিনের পদ্ম-প্রচারের ঝড় তুলতে একই দিনে মমতার নন্দীগ্রামের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ডহারবারেও যাচ্ছেন তিনি। মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৩টি রোড-শো করার পর ডায়মন্ডহারবারে সভা। যদিও, দ্বিতীয় দফাতেই দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভোট থাকলেও ডায়মন্ডহারবার আসনে ভোট রয়েছে তৃতীয় দফায় ৬ এপ্রিল।

.