আমফানের টাকা ফেরত চেয়ে BJP কর্মীকে 'বেধড়ক মার', রেহাই পেলেন না বৃদ্ধ বাবাও

মারধরের অভিযোগ উঠল TMC-র বিরুদ্ধে।

Updated By: Mar 2, 2021, 07:53 PM IST
আমফানের টাকা ফেরত চেয়ে BJP কর্মীকে 'বেধড়ক মার', রেহাই পেলেন না বৃদ্ধ বাবাও

নিজস্ব প্রতিবেদন: ভোটের প্রচারে (WB assembly election 2021) সরকারের বিরুদ্ধে আমপান ত্রাণে দুর্নীতির অভিযোগ সরব বিরোধীরা। ক্ষতিপূরণের টাকা ফেরত দিতে না চাওয়ায় এবার আক্রান্ত হলেন এক বিজেপি (BJP) কর্মী। রেহাই পেলেন না তাঁর বৃদ্ধ বাবাও। মারধরের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়। শাসকদলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

জানা গিয়েছে, আক্রান্তের নাম বিজন ঘরামী। বাড়ি, গোসাবার সোনাগাঁ গ্রামে। এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত তিনি। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। ১লা এপ্রিল ভোট গোসবায়। তার আগে এখন বিভিন্ন জায়গায় কর্মীসভা হচ্ছে গেরুয়াশিবিরের। দলের কর্মী হিসেবে সেই সভাগুলিতে যোগ দিচ্ছেন বিজন। আর তাতেই ঘটল বিপত্তি।

আরও পড়ুন: TMC নেতা খুনে অভিযুক্ত BJP নেতা, মামলা প্রত্যাহারে High Court-র ধাক্কা রাজ্যের

আক্রান্ত বিজেপি কর্মীর দাবি, এদিন সকালে তাঁর বাড়িতে হাজির হন স্থানীয় তৃণমূল কর্মীরা। আমফানের ক্ষতিপূরণের টাকা ফেরত দিতে বলেন তাঁরা। কারণ, তিনি দলের মিটিং-এ যোগ দিয়েছেন! রাজি না হওয়ার শেষপর্যন্ত বিজন ঘরামীকে ও তাঁর বৃদ্ধ বাবাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় দু'জনেই ভর্তি গোসাবা গ্রামীণ হাসপাতালে। যদিও এই ঘটনায় প্রতিক্রিয়া দিতে চাননি শাসকদলের স্থানীয় নেতারা। 

আরও পড়ুন: ভোট ঘোষণা হতেই Binpur-Belpahari-তে ফিরল সাদা কাগজে লাল কালির সেই পোস্টার

.